আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে : সেনা প্রধান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বানভাসি মানুষকে উদ্ধারে যা যা করা প্রয়োজন সবই করবেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান এসএম শফি উদ্দিন আহমদ।
আজ রবিবার (১৯ জুন) দুপুরে তিনি সিলেটের কোম্পানীগঞ্জে বন্যার্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
সেনাবাহিনী প্রধান জানিয়েছেন- এখানে কষ্টের দিকে তাকালে হবে না। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও করতে হবে। সেনা সদস্যরা যা যা করণীয় সব করবে। তিনি জানান- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে আমরা উদ্ধার করেছি। তারা বন্যায় আটকে ছিলো। তাদের উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অভিযান সেনাবাহিনী সর্বাত্মকরণে উদ্ধার কাজ অব্যাহত রেখেছে। যারা আটকে ছিলো তাদের উদ্ধারে চেষ্টা চলছে। প্রচন্ড স্রোত ও অবিরাম বৃষ্টির মধ্যে সেনাবাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে কাজ করছেন বলে জানান সেনা প্রধান।
এ সময় সেনা প্রধান বিভিন্ন স্থানে আশ্রয় কেন্দ্রে থাকা বন্যার্ত লোকজনের মধ্যে ত্রাণও বিতরণ করেন।