কুর্মিটোলা গলফ ক্লাবে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলাদেশ গলফ ফেডারেশনের নির্দেশনায় বাংলাদেশের সকল গলফ ক্লাবে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে জিওসি এবং এরিয়া কমান্ডার, লজিষ্টিক্স এরিয়া, ঢাকা ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ বৃহস্পতিবার (৩০-০৬-২০২২) বিকালে ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে বেলুন উড়িয়ে এবং একটি হাড়িভাঙ্গা আমের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন।
উক্ত বৃক্ষ রোপন কর্মসূচীতে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যগনসহ ক্লাবের কর্মকর্তা-কর্মচারীগন এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের সদস্যগন ও ক্লাবের কেডি বলবয়গন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নাই। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় যেমন; ভূমিকম্প, বজ্রপাত, ভূমিধ্বসসহ দেশে বন্যা, খরা, জলোচ্ছাসের মাত্রা বেড়েই চলেছে। পরিবেশ বিজ্ঞানীদের মতে একমাত্র বৃক্ষরোপণের ফলে উপরোক্ত প্রাকৃতিক বিপর্যয়সমূহ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। বাংলাদেশ সরকার সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার লক্ষে প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করে থাকে। এ বছর ০৫ জুন হতে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ০৩ (তিন) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
আরো উল্লেখ্য, এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ গলফ ফেডারেশন ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি গত ১৬ জুন ২০২২ তারিখ ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ করে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন।