মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সেনাবাহিনী প্রধানের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ কোটি টাকার চেক হস্তান্তর
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নিকট সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এসবিপি, ওএসপি, এনডিইউ,পিএসসি, পিএইচডি, বুধবার (১৩-০৭-২০২২) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে সিলেটসহ বাংলাদেশের বিস্তীর্ণ উত্তরাঞ্চলে সংঘটিত স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যাদুর্গত জনগণের সাহায্যার্থে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্যবৃন্দ তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে এই অর্থ জমা দেওয়ার মাধ্যমে দুর্গত এলাকার মাঠ পর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সক্রিয় ভূমিকার পাশাপাশি একটি মহতী উদ্যোগে সরাসরি সম্পৃক্ত হলেন।