ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারীদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কর্তৃক পরিচালিত ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ এ অংশগ্রহণকারী বিশ্বের ১৭টি দেশের ৩০ জন বিদেশি এবং ৫৮ জন দেশিসহ সর্বমোট ৮৮ জন প্রশিক্ষণার্থী অফিসার আজ বুধবার (১৭-৮-২০২২) ঢাকার শেরে বাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন।
এ পরিদর্শনে এনডিসি-র উর্ধ্বতন কর্মকর্তাগণও অংশগ্রহণ করেন। এ উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ব্রিফিং প্রদান করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো: হাসবিুল আলম উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর/সংস্থার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরিদর্শনকারী কর্মকর্তাগণকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়। প্রশিক্ষণার্থী অফিসারগণ আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা ও কর্মকান্ডের প্রশংসা করেন।
এসময় অন্যান্যের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।