শিরোনাম

South east bank ad

গাজীপুরের বিপসটে ফিমেল মিলিটারি অফিসার্স কোর্স-২৬ এর সমাপনী অনুষ্ঠান

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

গাজীপুরের বিপসটে ফিমেল মিলিটারি অফিসার্স কোর্স-২৬ এর সমাপনী অনুষ্ঠান

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ফিমেল মিলিটারি অফিসার্স কোর্স (এফএমওসি)-২৬ এর সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (০১-০৯-২০২২) গাজীপুরের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এ অনুষ্ঠিত হয়। উক্ত সমাপনী অনুষ্ঠানে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) এর কমান্ড্যান্ট মেজর জেনারেল সুসানে গীতি, এসইউপি, এফসিপিএস, এমএমএড, এমসিপিএস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে বিপসট এর কমান্ড্যান্ট মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জাতিসংঘের ডিপার্টমেন্ট অব পিস অপারেশনস্ (DPO) অনুধাবন করে নারী শান্তিরক্ষীরাও সমস্যা সংকুল এলাকায় সামরিক দায়িত্ব পালনে রোল মডেল হিসেবে কাজ করতে পারে। এক্ষেত্রে ফিমেল মিলিটারি অফিসার্স কোর্সটি শান্তিরক্ষায় নারীদের অংশগ্রহণ এবং কর্তব্য পালনে কার্যকারীতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালনে সক্ষম হবে।

প্রথমবারের মতো বিপসটে আয়োজিত এই কোর্সে মালয়েশিয়া, ঘানা, যুক্তরাজ্য, সেনেগাল, ফিজি, জর্ডান, কঙ্গো, নেদারল্যান্ড, পাকিস্তান, মঙ্গোলিয়া, পেরু, মালাউই, কাজাকিস্তান, প্যারাগুয়ে, মরক্কো, তিউনিসিয়া, বেনিন, নামিবিয়া, তানজানিয়া, পোল্যান্ড, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, নিউজিল্যান্ড, ফ্রান্স এবং স্বাগতিক বাংলাদেশ হতে সর্বমোট ২৭ জন (২৫ জন বিদেশি ও ০২ জন বাংলাদেশি) ফিমেল অফিসার অংশগ্রহণ করেন।

গত ২২ আগষ্ট ২০২২ তারিখে শুরু হওয়া এফএমওসি কোর্সে অংশগ্রহণকারী ফিমেল অফিসারদের জাতিসংঘের উইমেন পিস এন্ড সিকিউরিটি ধারনার আলোকে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত প্রশিক্ষণে বিপসটের প্রশিক্ষকদের পাশাপাশি নেদারল্যান্ডের মেজর জেনারেল প্যাট্রিক ক্যামার্ট (অবঃ) ও লটে ভার্মিজ, ফ্রান্সের বারট্রান্ড জিন মেরি বোরগেইন, যুক্তরাষ্ট্রের রয় আলেকজেন্ডার ব্রেনান, নিউজিল্যান্ডের ট্রেসি টিবস এবং দক্ষিণ সুদানে শান্তিরক্ষা মিশনে কর্মরত হেড অব ফিল্ড অফিস জাপানের হিরোকো হিরাহারা প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন এবং নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন

BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: