শিরোনাম

South east bank ad

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন নূরুন নাহার

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন নূরুন নাহার

ডেপুটি গভর্নর হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহার নিয়োগ পেয়েছেন। তিন বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন তিনি। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়

নূরুন নাহার বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেলেন। প্রথম নারী ডেপুটি গভর্নর ছিলেন নাজনীন সুলতানা। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার পর নাজনীন সুলতানাকে অবসরে পাঠানো হয়েছিল।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান পদ থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নূরুন নাহারকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ দেয়া হলো। আগামী ১ জুলাই জ্যেষ্ঠ ডেপুটি গভর্নর আহমেদ জামালের মেয়াদ পূর্ণ হবে। এরপর যে শূন্য পদ হবে, তার বিপরীতেই নূরুন নাহার যোগ দেবেন।

নূরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে বিএসসি ডিগ্রি ও এশিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ২০০১ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন।

BBS cable ad

বাংলাদেশ ব্যাংক এর আরও খবর: