South east bank ad

সাতক্ষীরার সীমান্ত থেকে ১৫ কেজি রুপা জব্দ

 প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

গত শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে কালিয়ানী গ্রামের একটি পুকুর থেকে রুপার বলগুলো জব্দ করা হয়। রুপার বলগুলো একটি ব্যাগের মধ্যে ছিল বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

গতকাল শনিবার (২৯ জানুয়ারি) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়ানী বিওপির টহল দল কালিয়ানী জেলে পুকুরে অভিযান চালায়। এসময় পুকুরে রক্ষিত একটি ব্যাগ থেকে ১৫ কেজি রুপা পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। জব্দ রুপা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: