South east bank ad

সীমান্তবর্তী এলাকায় বৈদ্যুতিক পাওয়ার ট্রান্সমিশন লাইন স্থাপন

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

আব্দুর রহমান, (নেত্রকোনা):

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় বৈদ্যুতিক সংযোগ স্থাপন করায় একটি গ্রামের অদ্যাবধি বৈদ্যুতিক সুবিধা বঞ্চিত ১১০টি পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।

জেলার দূর্গাপুর উপজেলায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ ভবানীপুর বিওপির দায়িত্বপূর্ণ ফারংপাড়া গ্রামে বৈদ্যুতিক সুবিধা না থাকায় এই এলাকায় বসবাসরত জনসাধারনের জীবনযাত্রার মানোন্নয়নে বৈদ্যুতিক পাওয়ার ট্রান্সমিশন লাইন স্থাপন করা হয়।

আজ সোমবার (০৭ ফেব্রুয়ারী) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া।

এর আগে গত ০৮ জুলাই ২০১৯ তারিখে অধিনায়ক, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এবং প্রতিপক্ষ কমান্ড্যান্ট, বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে যৌথ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনের পর থেকে দীর্ঘদিন সমন্বয়ের মাধ্যমে প্রতিপক্ষ বিএসএফ এর নিকট হতে অনুমতি পাওয়ার পর নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সোমেশ্বরী নদীর পশ্চিম পার্শ্বে বিজয়পুর এলাকায় এবং পূর্ব পার্শ্বে ভবানীপুর এলাকায় বৈদ্যুতিক খুটি স্থাপন করে নদীর তলদেশ দিয়ে আনুমানিক ৩৮০ মিটার সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ৭ ফেব্রুয়ারি ভবানীপুর বিওপিতে ১ম বিদ্যুৎ সংযোগ প্রদান উদ্বোধন করে ফারংপাড়া গ্রামে বৈদ্যুতিক সংযোগ প্রদানের কার্যক্রম শুরু করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ক, নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি), জেনারেল ম্যানেজার, নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতিসহ স্থানীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: