South east bank ad

বিজিবির ৯৭তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী বৃহস্পতিবার

 প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৭তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কাল। চট্টগ্রামের বাইতুল ইজ্জতে বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এই অনুষ্ঠান হবে বলে জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার বিজিবির ৯৭তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ-২০২২ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা যায়, বাহিনীটির ৯৭তম ব্যাচ রিক্রুট সৈনিকদের ছয় মাস ধরে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়। মৌলিক প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ ও শপথ পাঠ করবেন প্রশিক্ষণপ্রাপ্ত ৮৮৫ জন সৈনিক। এর মধ্যে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে ৬৭০ জন এবং চুয়াডাঙ্গা ব্যাটালিয়নে (৬ বিজিবি) ২১৫ জন সৈনিক সমাপনী কুচকাওয়াজে অংশ নেবেন।

বিজিবির ৯৭তম ব্যাচ রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: