South east bank ad

বিজিবির ইফতার মাহফিল অনুষ্ঠিত

 প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিজিবি

বিজিবির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের আয়োজনে রাজধানীর পিলখানায় সীমান্ত সম্মেলন কেন্দ্রে রোববার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সংসদ সদস্য, বিভিন্ন বাহিনীর প্রধান, উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

বিকেলে আমন্ত্রিত অতিথিরা পিলখানায় পৌঁছালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ তাদের সাদর অভ্যর্থনা জানান। ইফতারের আগে দেশ, দেশের মানুষ ও বিজিবির উত্তরোত্তর উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত দুই বছর বিজিবি সদর দপ্তরে ইফতার মাহফিল আয়োজন করা সম্ভব হয়নি। তবে এ বছর করোনার প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকায় এবারের ইফতার মাহফিল আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিল সফলভাবে সমাপ্ত হয়।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: