ডিএমপির এডিশনাল কমিশনার একেএম হাফিজ আকতার এর জন্মদিন আজ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিশনাল কমিশনার(গোয়েন্দা শাখা প্রধান) একেএম হাফিজ আকতার, বিপিএম ( বার) এর জন্মদিন আজ।
গাজীপুরের সন্তান একেএম হাফিজ আকতার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি ডিএমপির গুলশান ডিভিশনের ডিসি এর দায়িত্ব পালন করেন।
একেএম হাফিজ আকতারকে বিডিফিনান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।