South east bank ad

জাঁকজমকপূর্ণ ভাবে সাংবাদিক, নির্মাতা ও সংগঠক সালমান মাহমুদ এর জন্মদিন উদযাপন

 প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

জাঁকজমকপূর্ণ ভাবে সাংবাদিক, নির্মাতা ও সংগঠক সালমান মাহমুদ এর জন্মদিন উদযাপন

সুন্দর মনের অধিকারি দক্ষ এবং মেধাবী একজন জনপ্রিয় নাট্য নির্মাতা, সাংবাদিক ও সংগঠক সালমান মাহমুদ এর ৪২ তম জন্মদিন জাঁকজমকপূর্ণ ভাবে শুক্রবার উদযাপন করা হয়েছে।

কোভিট ১৯ এর মাঝে সেভ দ্যা বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রি( এস বি এম আই) প্রতিষ্ঠা করে ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করেছেন শিল্পী, সাংবাদিক,ইভেন্ট সংশ্লিষ্ট অসহায় হয়ে পরা মানুষ গুলোর জন্য।

সালমান মাহমুদ একুশে টেলিভিশন এর সিনিয়র প্রযোজক হিসেবে ছিলেন,জনপ্রিয় বিনোদন ম্যাগাজিন আনন্দ বিনোদন এর ব্যাবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করেছেন বহু বছর।

বাংলাদেশে প্রথম ক্রাইম ফিকশন "অপরাধ দমন " নির্মান করে ব্যাপক প্রশংসা এবং জনপ্রিয়তা অর্জন করেছেন সালমান মাহমুদ। এরপর স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়ে আন্তর্জাতিক ভাবে সন্মান অর্জন করেন । এরপর থেকে একক নাটক, মেগা ধারাবাহিক,বিজ্ঞাপন চিত্র নির্মান করে একের পর এক প্রশংশা আর পুরস্কার লাভ করেন।

তার নিজের ইভেন্ট ম্যানেজম্যান্ট এবং বিজ্ঞাপনি সংস্থা রাউন্ড দ্যা ক্লক থেকে সরকারি বেসরকারি ভাবে প্রায় ৫০০ এর বেশি ইভেন্ট করেছেন যার মধ্যে অনেক প্রশংসনীয় বড় ইভেন্ট ছিল অনেক, আগামি স্বাধিনতার রজত জয়ন্তি উপলক্ষে সারাবাংলাদেশে প্রতিটি জেলায় ইভেন্ট এর পরিকল্পনা নিয়ে কাজ করছেন সালমান মাহমুদ।

বীর মুক্তিযোদ্ধা বাবাকে হারিয়েছেন করোনার মধ্যে যা তার জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল, বাবার জন্য একটি বিশেষ প্রামাণ্য চিত্র নির্মান এর উদ্যোগ নিয়েছেন।

এই মাসের মধ্যেই ক্রাইম ফিকশন অপরাধ দমন ধারাবাহিক ভাবে আবার শুরু করবেন বলে জানিয়েছেন।

সালমান মাহমুদ আমরা ৭১' এর প্রজন্ম র সভাপতি, আমরা মুক্তি যোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার, সেভ দ্যা বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সদস্য সচিব,স্ট্রিট চিলড্রেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান, মতিঝিল থিয়েটার এর সদস্য,ডিরেক্টর গিল্ড এর সদস্য, ঢাকাস্থ ব্রাহ্মনবাড়িয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ।

বর্তমানে অনলাইন পোর্টাল একুশে নিউজ এর সম্পাদক ও প্রকাশক হিসেবে কাজ করে যাচ্ছেন।

জন্মদিন উপলক্ষে তার বাবার জন্য দোয়া করাবেন এর বেশি কোন আয়োজন করবেননা বলে জানিয়েছেন এই গুনি মানুষ সালমান মাহমুদ।

বিডিফিনান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে এই গুনি মানুষ সালমান মাহমুদকে জন্মদিনের শুভেচ্ছা।

BBS cable ad

জন্মদিন এর আরও খবর: