সামছুদ্দোহা শিমু এর জন্মদিন আজ

শাহজালাল ইসলামী ব্যাংকের এসভিপি , জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান সামছুদ্দোহা শিমু এর জন্মদিন আজ। সামছুদ্দোহা শিমু পাবলিক রিলেশন্স এসোসিয়েশন অব ব্যাংকস (প্র্যাব) এর সভাপতি এবং বাংলাদেশ জনসংযোগ সমিতির ইসি সদস্য। সামছুদ্দোহা শিমু একজন সুদক্ষ জনসংযোগবিদ। একজন ভাল ফুটবল খেলোয়াড়ও ছিলেন । খেলেছেন ঢাকার নামিদামী ক্লাবগুলোতে।
সামছুদ্দোহা শিমুকে বিডিফিনান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।