South east bank ad

নগদ এর চিফ পাবলিক এফেয়ার্স অফিসার সোলায়মান সুখন এর জন্মদিন আজ

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

নগদ এর চিফ পাবলিক এফেয়ার্স অফিসার    সোলায়মান সুখন এর জন্মদিন আজ

নগদ এর চিফ পাবলিক এফেয়ার্স অফিসার সোলায়মান সুখন এর জন্মদিন আজ।

বাংলাদেশে মোটিভেশন শব্দটা কেউ উচ্চারণ করলেই বক্তা হিসেবে সবার আগে উঠে আসবে ‘সোলায়মান সুখন’ এর নাম। দেশের সবচেয়ে জনপ্রিয় এবং শ্রেষ্ঠ বক্তা তিনি।

১৯৮০ সালের ২০ ফেব্রুয়ারী আজকের দিনে জন্মগ্রহণ করেন সোলায়মান সুখন। গ্রামের বাড়ী ব্রাহ্মনবাড়ীয়া হলেও বাবার সামরিক বাহিনীর চাকরি সুবাদে দেশের বিভিন্ন শহরের বিভিন্ন স্কুলে আর কলেজে পড়ালেখা করেছেন। স্কুল জীবনে দেয়াল পত্রিকায় লিখে লেখালেখির শুরু করেন। কলেজে বাস্কেটবল আর বিতর্কের ভক্ত ছিলেন। বিতর্ক আর উপস্থিত বক্তৃতার স্ক্রিপ্ট লিখে দিতেন সহপাঠিদের। ১৯৯৭ সালে বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিয়ে ২০০০ সালে নৌ কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন।

২০০১ সালে তিনি নৌবাহিনীর চাকরী ছেড়ে দেন। ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে IBA সম্পন্ন করেন। IBA সম্পন্ন করার পরে প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরী শুরু করেন। গত ১৪ বছর ধরে বাংলাদেশের বেশ কিছু সনামধন্য প্রতিষ্ঠানের বিক্রি এবং বিপননের কাজ করছেন সোলায়মান সুখন।

২০১৯ অমর ২১শে বই মেলায় সোলায়মান সুখনের প্রথম বই প্রকাশ হয়েছে। বইয়ের নাম ‘মস্তিষ্কের ক্যানভাস’।

তিনি বাংলালিংক, আমরা নেটওয়ার্কস লিমিটেড সহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা 'নগদ' এর চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোলায়মান সুখনকে বিডিফিনান্সিয়াল নিউজ২৪.কম এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।

BBS cable ad

জন্মদিন এর আরও খবর: