অভিনেতা রাশেদ সীমান্ত এর জন্মদিন আজ

এই সময়ের অন্যতম আলোচিত অভিনেতা রাশেদ সীমান্ত। ব্যক্তিগত জীবনে তিনি বৈশাখী টিভির মার্কেটিং ইনচার্জ পদে কর্মরত। এখন পর্যন্ত কোন টেলিভিশন চ্যানেলের সর্বকনিষ্ঠ বিক্রয় ও বিপণন বিভাগের ইনচার্জ।এছাড়া তিনি কাজের পাশাপাশি শখের বশে অভিনয় করেন তার বেশ কয়েকটি নাটক জনপ্রিয় হয়েছে দর্শক এর নিকটে।
বেনু শর্মা রচিত ‘যেই লাউ সেই কদু’ নাটকের মাধ্যমেমিডিয়ায় অভিষেক রাশেদ সীমান্তের। ‘মধ্য রাতের সেবা’ নাটকের মাধ্যমে রাশেদ সীমান্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন।
অভিনয় জগতে খুব অল্প সময়েই যে জনপ্রিয়তা অর্জন করেছেন তা অনেক অভিনেতা অনেক বছর অভিনয় করেও অর্জন করতে পারেননি । বরিশাল, ময়মনসিংহ সহ নানান আঞ্চলিক ভাষায় অভিনয় করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন ।
রাইজিং স্টার বলতে যা বোঝায় এখন তিনি তা-ই। যেখানেই যাচ্ছেন সেখানেই প্রশংসিত হচ্ছেন। অনেক নির্মাতাই তাকে নিয়ে নাটক নির্মাণের আগ্রহ প্রকাশ করছেন।
রাশেদ সীমান্ত এর পৌত্রিক বাড়ী বরিশাল বিভাগ এর ভোলা জেলায় তবে তার জন্ম এবং বেড়ে উঠা ঢাকা টঙ্গীতে । পড়ালেখা টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসসি পাস করেন। ২০০৬ সালে উত্তরার ঢাকা বয়েজ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।এবং অন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় এর ঢাকা ক্যাম্পাস হতে পড়ালেখা শেষ করেন। বর্তমানে তাঁর স্ত্রী ফাতেমা আক্তার এবং তাদের তিন বছরের সন্তানকে নিয়ে কাটছে তাদের সুখের সংসার ।
অভিনেতা রাশেদ সীমান্তকে বিডিফিনান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।