তামিম ইকবাল এর জন্মদিন আজ
বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্র, দেশসেরা ওপেনার তামিম ইকবাল ৩২তম জন্মদিন আজ। ১৯৮৯ সালের এই দিনে পৃথিবীতে এসেছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এই যুগস্রষ্টা। বাংলাদেশের ক্রিকেট গৌরবগাঁথার অনেক অধ্যায়ই রচিত হয়েছে তার ব্যাটে। ব্যাট হাতে বাংলাদেশের এ ওপেনার তার দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন। জন্মদিনটা দেশের মাটিতে উদযাপনের সুযোগ পাচ্ছেন না তামিম।
১৯৮৯ সালের ২০ মার্চ চট্টগ্রামের কাজীর দেউড়িতে বিখ্যাত খান পরিবারে জন্মগ্রহণ করেন তামিম ইকবাল। বাবা ইকবাল খান ছিলেন একজন ক্রীড়াবিদ, ক্রীড়ানুরাগী ও ক্রীড়া অন্তঃপ্রাণ। একই সঙ্গে খেলেছেন ফুটবল ও ক্রিকেট। সত্তর দশকে ঢাকার ফুটবলের সূর্য যখন মধ্যগগণে, তখন ইকবাল খান ছিলেন নামী ফুটবলারদের একজন।
ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডানের অধিনায়ক ইকবাল খান ফুটবলের পাশাপাশি খেলেছেন ক্রিকেটও। চট্টগ্রাম লিগে ছিলো তার সেঞ্চুরি।
এছাড়া, তামিম ইকবালের চাচা আকরাম খান ছিলেন বাংলাদেশের ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অংশ। তার হাত ধরেই ১৯৯৭ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে উড়েছিল ক্রিকেটে জয়ের কেতন। বড় ভাই নাফিস ইকবালও ছিলেন জাতীয় দলের স্টাইলিশ ওপেনার, টেস্ট সেঞ্চুরিয়ানও। স্বভাবতই ক্রিকেটটা তামিমের রক্তে, অস্থি ও মজ্জায়।
ড্যাশিং এই ওপেনারের আন্তর্জাতিক ক্রিকেটে অঙ্গনে অভিষেক হয় ২০০৭ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। জাতীয় দলের একাদশে অবিচ্ছেদ্য এক অংশই হয়ে গেছেন তিনি। দীর্ঘ ১৪ বছরের পথ পরিক্রমায় তিনি এখন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক।
এ পর্যন্ত খেলা ৬২ টেস্টে ৯ সেঞ্চুরিতে তামিমের সংগ্রহ ৪৫০৮ রান। ওয়ানডে ক্রিকেটে ২১০ ম্যাচে ১৩ সেঞ্চুরির সাহায্যে করেছেন ৭৩৬০ রান এবং কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে দেশের পক্ষে একমাত্র সেঞ্চুরিসহ মোট ১৭৫৮ রান রয়েছে তামিমের ঝুলিতে।
এখন পর্যন্ত তিন ফরমেটেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম। খেলেছেন ৬০ টেস্ট, ২০৭ ওয়ানডে আর ৭৮টি টি-টোয়েন্টি। বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিন ফরমেটেই সেঞ্চুরি আছে তার। মোট সেঞ্চুরি ২৩টি।