ডিসি গুলশান সুদীপ চক্রবর্ত্তীর জৈষ্ঠ্য কন্যা শিঞ্জনের জন্মদিন আজ

মানবিক ও চৌকষ পুলিশ কর্মকর্তা সুদীপ চক্রবর্ত্তী এর কন্যা শিঞ্জনের জন্মদিন আজ। শিঞ্জন ঢাকা মেট্রোপলিটন এর গুলশান বিভাগের ডেপুটি কমিশনার সুদীপ চক্রবর্ত্তী এর জৈষ্ঠ্য কন্যা।
উল্লেখ্য আইজিপির হাত থেকে ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে সম্প্রতি “বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি” পেয়েছিলেন ডিসি গুলশান সুদীপ চক্রবর্ত্তীর জৈষ্ঠ্য কন্যা শিঞ্জন।
“বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান”-এ বাংলাদেশ পুলিশে অগ্রযাত্রার মহানায়ক ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) পিইসি-তে ভালো ফলাফলের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার তুলে দেন।
কোভিড-১৯ এর গ্রাসে সমস্ত পৃথিবী আজ এলোমেলো। এজন্য জন্মদিনের কোন অনুষ্ঠান করছেনা শিঞ্জন এর পরিবার। আগামীতে জন্মদিন আনন্দঘন পরিবেশে পালন করবে শিঞ্জন এটুকু প্রত্যাশা।
বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর সর্বস্তরের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীদের এর পক্ষ থেকে শিঞ্জনকে জন্মদিনের শুভেচ্ছা।