South east bank ad

সালমান এফ রহমান এর জন্মদিন আজ

 প্রকাশ: ২২ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা, দোহার – নবাবগঞ্জ এর সংসদ সদস্য, সফল ব্যবসায়ী ও সফল পরিকল্পনাকারী, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এর জন্মদিন আজ।

সালমান এফ রহমান ২৩শে মে ১৯৫১ সালে ঢাকার দোহার উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ফজলুর রহমান খান এবং মাতার নাম সৈয়দা ফাতিমা রহমান। ম্যাট্রিক পরীক্ষা পর্যন্ত তিনি করাচির নামকরা করাচি গ্রামার স্কুলে পড়াশোনা করেন। করাচি গ্রামার স্কুল থেকে সেইন্ট প্যাট্রিক্স স্কুলে এস ম্যাট্রিক পরীক্ষা দেন। নটর ডেম কলেজে আইএসসিতে ভর্তি হন। এর দুই বছর পর ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে স্নাতকে ভর্তি হন। ১৯৭১ সালে স্নাতক পরীক্ষা দেওয়ার কথা থাকলেও মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় তিনি করাচিতে চলে যান। তারপর আন্দোলনে জড়িত হয়ে পড়েন। করাচিতে গিয়ে করাচি বিশ্ববিদ্যালয় থেকে বিএ সম্পন্ন করেন তিনি। এরপর ১৯৭২ সালের মে মাসে লন্ডন চলে যান। তিনি সৈয়দা রুবাবা রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির একজন ছেলে রয়েছে।
এক নজরে সালমান এফ রহমান
সদালাপী, কঠোর পরিশ্রমী আর অমায়িক ব্যক্তিত্বের অধিকারী সালমান এফ রহমান। যার স্বীয় মেধা ও দক্ষতায় গড়ে তুলেছেন ‘বেক্সিমকো গ্রুপ’। বেসরকারি খাতে গড়ে উঠা শিল্প ব্যবসা প্রতিষ্ঠান ‘বেক্সিমকো গ্রুপ’ গর্ব করার মতো প্রাতিষ্ঠানিকতা অর্জনে সক্ষম হয়েছে। ইতিমধ্যে বেক্সিমকো একটি শিল্প প্রতিষ্ঠান থেকে শিল্প সাম্রাজ্যে উত্তীর্ণ হতে সক্ষম হয়েছে। সালমান এফ রহমান শুধু মেধাবীই নন, তার ব্যবসায়িক সাংগঠনিক দক্ষতাও অপরিসীম। ফলে বেক্সিমকো গ্রুপের সফল বিকাশে তার ভূমিকা ব্যাপক। ৩১টি বিশাল কোম্পানি এই গ্রুপে অন্তর্ভুক্ত। যার মধ্যে ১১টিই ঢাকা স্টক এক্সচেঞ্জ এর তালিকাভুক্ত। শুধু প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যের দিক থেকেই বেসরকারি খাতে বেক্সিমকো গ্রুপ বৃহত্তম নয়, কর্মসংস্থানের দিক থেকেও এই গ্রুপের বিশালত্ব ঈর্ষাণীয়। এই গ্রুপে বর্তমানে ৩০ হাজার কর্মকর্তা-কর্মচারী বিদ্যমান।
জনাব সালমান এফ রহমান দেশের শিল্প ও বাণিজ্য খাতের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। বেসরকারি খাতে আজকের যে উন্নয়ন অবস্থা সুচিত হয়েছে তার মূলে বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমানের অবদান অনেকখানি।
সালমান এফ রহমান দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক। তিনি বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি খাতের প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা। তিনি ১৯৬৬ সালে তার ভাই সোহেল রহমান এর সাথে যৌথভাবে একটি জুট মিল প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা শুরু করেন।পরবর্তিতে তিনি ১৯৭২ সালে বেক্সিমকো গ্রুপ প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি টেক্সটাইল, ট্রেডিং, সামুদ্রিক খাদ্য, রিয়েল এস্টেট, হসপিটালিটি, নির্মাণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মিডিয়া, সিরামিক ও ওষুধ সহ শিল্প প্রায় সকল খাতে তাদের ব্যবসার প্রসার ঘটিয়েছে। তিনি বাংলাদেশের ব্যবসায়ীক সংগঠন এফবিসিসিআই এর সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আইএফআইসি ব্যাংক লিমিটেড, জিএমজি এয়ারলাইন্স লিমিটেড এবং আবাহনী লিমিটেডের চেয়ারম্যান ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসাবে নিযুক্ত রয়েছেন। এছাড়া তিনি এসোসিয়েসন অব বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি এর চেয়ারম্যান, একই সাথে ক্ষমতাসিন দলের প্রাইভেট সেক্টরের উপদেষ্টা বাংলাদেশ এন্টারপ্রাইস ইনস্টিটিউট এর চেয়াম্যান ও ঢাকা স্টক একচেঞ্জ এর সাবেক পরিচালক। এছাড়াও তিনি অনেক সামাজিক এবং দাতব্য প্রতিষ্ঠানের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত রয়েছেন। বাংলাদেশের কর্পোরেট কালচার প্রতিষ্ঠায় বেক্সিমকো গ্রুপের বিশাল অবদান রয়েছে।
সত্তর দশকের মাঝামাঝি সময় থেকে বেক্সিমকো উৎপাদন শিল্পে বিনিয়োগ শুরু, আশির দশকে ঔষধ শিল্পে বেসরকারী বিনিয়োগের সুযোগ হবার পরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে বিনিয়োগ করে, এরপর আসে টেক্সটাইলসের খাতে বিনিয়োগ, বেক্সিমকো বিমান পরিবহন খাতকেও তাদের ‘‘কোর বিজনেস‘‘-এ অন্তর্ভুক্ত করে, কিন্তু ৯০-র দশকের মাঝামাঝি সময়ে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সালমান এফ রহমান ঢুকে পড়েন রাজনীতিতে, প্রথমে ‘সমৃদ্ধ বাংলাদেশ আন্দোলন‘ নামে একটি দল গঠন করেন, পরে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগে।
বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের ওষুধ শুধু দেশেরই নয়, ইউরোপের উন্নত রাষ্ট্রসহ বিভিন্ন দেশে সমাদৃত, যা দেশের ওষুধ শিল্পখাতকে বিদেশের বাজারে প্রবেশের সুযোগ করে দিয়েছে। বেক্সিমকো গ্রুপের ব্যবসা-বাণিজ্য অনেক খাতেই বিস্তৃত। এর মধ্যে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যারস, সিরামিকস, রিয়েল এস্টেট, জুট, ইনফরমেশন টেকনোলজি অন্যতম। বেক্সিমকো গ্রুপ রপ্তানিখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বেশ ক’বার প্রেসিডেন্ট এক্সপোর্ট ট্রফি (ক্লাস-১) অর্জন করেছে।
ব্যাংকিং খাতে সালমান এফ রহমানের অবদান প্রচুর। তিনি বর্তমানে আইএফআইসি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান। আরব বাংলাদেশ ব্যাংক লিঃ এর স্পন্সর শেয়ার হোল্ডার। দুটি ব্যাংকের পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি ব্যাংকের অগ্রযাত্রায় বিশাল ভূমিকা রেখে চলেছেন।
ক্রীড়া ক্ষেত্রে সালমান এফ রহমানের পৃষ্ঠপোষকতা উল্লেখযোগ্য। জনাব সালমান এফ রহমানের সক্রিয় ভূমিকায় দেশের সামগ্রিক ক্রীড়া খাতে ব্যাপক উন্নতি ঘটেছে। তিনি সার্কভুক্ত দেশসমূহের ব্যবসা-বাণিজ্যের সংগঠন ‘সার্ক চেম্বার’-এর সাবেক প্রেসিডেন্ট। এফবিসিসিআইর প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি ব্যবসা-বাণিজ্যখাতের অনেক সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি এফবিসিসিআই সচিবালয়কে ঢেলে সাজিয়েছেন। তার সফল নেতৃত্বের সুবাদেই এফবিসিসিআই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে প্রতিষ্ঠা অর্জনে সক্ষম হয়েছে।
জনাব সালমান এফ রহমানের সাংগঠনিক বিস্তৃতি অনেক। সালমান এফ রহমান শুধু স্বপ্ন দেখেই সন্তুষ্ট নন, স্বপ্ন বাস্তবায়নেও পালন করেন বিশেষ ভূমিকা। সালমান এফ রহমান পরিণত হয়েছেন স্বনামখ্যাত শিল্পোদ্যোক্তা ব্যবসায়ী ব্যক্তিত্ব হিসেবে।

বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম পরিবারের পক্ষ থেকে সালমান এফ রহমানকে জন্মদিনের শুভেচ্ছা।

BBS cable ad

জন্মদিন এর আরও খবর: