ডাচ বাংলা ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান সগীর আহমেদ এর জন্মদিন আজ
ডাচ বাংলা ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান সগীর আহমেদ এর জন্মদিন আজ। সগীর আহমেদ গত ১৬ বছর তিনি ডাচ বাংলা ব্যাংকের জনসংযোগ বিভাগে কর্মরত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণ যোগাযোগ বিভাগের ছাত্র সগীর আহমেদের কর্মজীবন শুরু হয়েছিল সাংবাদিকতার মাধ্যমে। কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়েও চাকুরী করেছেন কয়েক বছর ।
সগীর আহমেদ বাংলাদেশ জনসংযোগ সমিতি ও পাবলিক রিলেশন্স এসোসিয়েশনের অব ব্যাংকস ( প্র্যাব) এর সদস্য।
বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে সগীর আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা।