South east bank ad

নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিচালক ড: জামিল আহমেদ এর জন্মদিন আজ

 প্রকাশ: ১৫ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিচালক ( জনসংযোগ) ড: জামিল আহমেদ এর জন্মদিন আজ। টিভি ও রেডিও'র জনপ্রিয় উপস্থাপক ও সংবাদ পাঠক হিসেবেও তিনি জনপ্রিয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০ তম ব্যাচের ( ৮৯-৯০) ইংরেজি সাহিত্যের ছাত্র ড: জামিল আহমেদ দীর্ঘদিন কাজ করেছেন এনজিও সেক্টরে। কাজ করেছেন সেভ দি চিল্ড্রেন, একশন এইড,কেয়ার, টি আই বি, ইউ এস এইড, ওয়ার্ল্ড ভিশন, ব্র‍্যাক ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে।

বিডিফিনান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে ড: জামিল আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা।

BBS cable ad

জন্মদিন এর আরও খবর: