ড. কাজী এরতেজা হাসানের জন্মদিন আজ
পাঠকনন্দিত ভোরের পাতা, পিপল’স টাইম এবং পাক্ষিক অর্থপাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের জন্মদিন আজ। কীর্তিমান এই কলমসৈনিক ড. কাজী এরতেজা হাসান আজকের এই দিনে সাতক্ষীরার সুলতানপুরের কাজীপাড়ায় স্বনামধন্য কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা কাজী আবদুল মান্নান ও মা মিসেস আজিজা মান্নান। তরুণ বয়সেই দেশ ও মানুষের কল্যাণে তিনি দৈনিক ভোরের পাতা, দ্য ডেইলি পিপল’স টাইম, পাক্ষিক অর্থপাতা ও ট্রাভেলস অটোমোবাইল অ্যান্ড হাউজিং, জেড এন্টারটেইনমেন্ট লি. (প্রস্তাবিত টিভি চ্যানেল), বাংলা রেডিও লি. নিয়ে গড়ে তোলেন ভোরের পাতা গ্রুপ অব কোম্পানিজ।
তিনি একাধারে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন, সাতক্ষীরা পাওয়ার প্লান্ট, সেল করপোরেশন বাংলাদেশ, পেট্রোন লিমিটেড (আমেরিকা-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার), মারবেলা গ্রিন সিটি লিমিটেড (স্পেন-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার), পদ্মা গ্লোবাল বিজনেস সেন্টার (স্পেন-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার), রূপান্তর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, নিয়ামুল মাওয়া হাউজিং প্রা. লিমিটেড, কার্নিভাল মোশন পিকচার, কোরাম ফিন্যান্স সার্ভিস প্রা. লিমিটেড, দ্য ল’ইয়ারস অ্যান্ড জুরিস্ট, ক্রিয়েটিভ আই লিমিটেড, জেড ই এস ট্রেডিং কোম্পানি প্রা. লিমিটেড, জেড ই এস অটো হাউস প্রা. লিমিটেড, প্রেসিডেন্ট ইরান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ব্যাংক ক্রেডিট ম্যানেজমেন্ট অ্যাজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ফরেন ইনভেস্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারপার্সন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- বাংলাদেশ সংবাদপত্র পরিষদ, সিঙ্গাপুর-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ কনক্রিট প্রডাক্টস অ্যান্ড ব্লক ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের সম্মানিত সদস্য।
এছাড়াও স্বনামধন্য জেড ই এস ট্রেডিং কোম্পানির মাধ্যমে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে আমদানি-রফতানি ব্যবসা করে খ্যাতি অর্জন করেছেন। গত ১৪ মে বিপুল ভোটে ব্যবসায়ী ব্যক্তিত্ব হিসাবে এফবিসিসিআইর পরিচালক নির্বাচিত হন। মেধা ও সৃজনশীল সম্পাদনায় ইতোমধ্যেই তাঁর সম্পাদিত কাগজগুলো পাঠকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। জনপ্রিয় দৈনিক ভোরের পাতা ও পিপল’স টাইমকে ছড়িয়ে দিয়েছেন এই দেশটির ৫৬ হাজার বর্গমাইলের প্রতিটি জেলা-উপজেলা ও গ্রাম পর্যায়ে। নিপীড়িত-নির্যাতিত গণমানুষের জন্য তিনি একজন সাহসী কলমসেনা।
ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক। তাঁর সন্তান কাজী জারজিস বিন এরতেজা পবিত্র কোরআন হেফ্জসহ কানাডিয়ান ইন্টারন্যাশনালে পড়ছেন। নির্ভীক সাংবাদিক-মানবাধিকারকর্মী ড. কাজী এরতেজা হাসান সংবাদপত্র শিল্প, মুক্ত সাংবাদিকতা ও মানবাধিকার উন্নয়নে অবদানের জন্য বঙ্গবন্ধু স্মৃতিপদক, শেখ রাসেল সম্মাননা, মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সম্মাননা, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, মাদার তেরেসা স্বর্ণপদক, নেলসন ম্যান্ডেলা পুরস্কার, মওলানা ভাসানী স্মৃতিপদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।
গুণী এ মানুষের জন্মদিনে বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম পরিবার তাঁর সুস্থ, সুদীর্ঘ, বর্ণাঢ্য ও কর্মময় জীবন কামনা করছে।