South east bank ad

বহুমাত্রিক ব্যক্তিত্ব আজম খান এর আজ জন্মদিন

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

বহুমাত্রিক ব্যাক্তিত্ব আজম খান এর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগরপুরের আগতাড়াইলে। তিনি ব্যাংক ও শোবিজে সকলের কাছে প্রিয় একজন ব্যক্তি। বর্তমানে ঢাকাতে বসবাস করছেন। ওয়েস্ট এন্ড উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে  মানবিক  বিভাগে  এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৮৮ সনে ভলান্টারি হেলথ সার্ভিসেস সোসাইটিতে তিনি কর্মজীবন শুরু করেন সহকারী প্রকাশনা কর্মকর্তা হিসাবে । পরবর্তীতে ১৯৯৩ সনে কারিতাস বাংলাদেশে জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি। ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ২০০৪ থেকে ২০০৯  ঢাকা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এবং এসিস্টান্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত ছিলেন। ২০০৯ থেকে ২০১৬ তিনি ফার্স্ট  সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব মার্কেটিং এন্ড ডেভেলপমেন্ট হিসেবে কাজ করেছেন। বর্তমানে আজম খান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর গ্রুপ চীফ কমিউনিকেশনস অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ জনসংযোগ সমিতি এবং পাবলিক রিলেশনস এসোসিয়েশন অব বাংলাদেশ (প্র‍্যাব) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এছাড়াও তিনি অভিনয় শিল্পী সংঘের সদস্য। 118165829_10216704648198676_5177943483884693512_n বিশিষ্ট অভিনেতা আজম খানের সম্প্রতি জনপ্রিয় নাটকগুলোর মধ্যে আছেঃ সরদার রোকনের নাটক ফিরে এলে আবার, চয়নিকা চৌধুরীর ঘরবন্দী সম্পর্কের গল্প রৌদ্রছায়া, সকাল আহমেদের কাহিনীচিত্র শেষ বারের মত মাহমুদুর রহমান হিমির নাটক কেন, তুহিন হোসেনের নাটক ধাধার থেকেও জটিল তুমি, আশফাক নিপুনের নাটক অযান্ত্রিক, সকাল আহমেদের কাহিনীচিত্র প্রিয়তম ভালোবাসা, শুভ্র খানের নাটক বাট কিন্তু হোয়াট মানে ভালোবাসা, রাফাত মজুমদার রিংকুর নাটক গার্ল ফ্রেন্ডের চাপ, সকাল আহমেদের কাহিনীচিত্র প্রিয় যোগাযোগ, এনায়েত শিপুলের সাত পর্বের ধারাবাহিক গালে হলুদ, তাইফুর জাহান আশিকের নাটক ব্যর্থ ব্যাচেলর, ইয়াসির আরাফাতের স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ওভারট্রাম্প, রাইসুল ইসলাম তমালের নাটক কেউ নেই, ফরহাদ ফয়সলের নাটক নন্দিনী, ফরহাদ ফয়সলের নাটক নীল পাথরের অন্তর্দাহ, আজাদ আল মামুনের তিন পর্বের ধারাবাহিক ঠাডা মল্লিক, হাসিব খানের নাটক বউয়ের চাপ বিশেষ ভাবে উল্লেখযোগ্য। বহুমাত্রিক ব্যক্তিত্ব আজম খান এর আজ জন্মদিন। বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে আজম খানকে জন্মদিনের শুভেচ্ছা।
BBS cable ad

জন্মদিন এর আরও খবর: