আজ পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ৬২তম জন্মবার্ষিকী
আজ শনিবার (২৯ আগস্ট) পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ৬২তম জন্মবার্ষিকী। জাদুকরী কণ্ঠ আর নজরকাড়া পারফর্ম্যান্স দিয়ে জীবনভর দর্শক মাতানো এই শিল্পীর জন্ম ১৯৫৮ সালের ২৯ আগস্ট, আফ্র-আমেরিকান পরিবারে।
সঙ্গীত জীবনের হাতেখড়ি বাবার আগ্রহে মাত্র পাঁচ বছর বয়সে। এরপর সময়ের সাথে গড়েছেন ইতিহাস হয়েছেন কিংবদন্তি। অ্যালবাম, সিঙ্গেলস কিংবা কনসার্ট সবখানেই নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে।
শুধু জনপ্রিয়তা নয়, রেকর্ডেও তিনিই সম্রাট। তাইতো গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডসে এখনো সর্বকালের সবচেয়ে সফল শিল্পীদের এই শিল্পী।
২০০৯ সালের ২৫ জুন ৫১ বছর বয়সে পৃথিবীর মায়া ছাড়েন দ্যা কিং অব পপ মাইকেল জ্যাকসন।