কামরুল হাসান শায়ক এর জন্মদিন আজ
পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান কামরুল হাসান শায়ক এর জন্মদিন আজ। প্রকাশনা ও মুদ্রণ বিশেষজ্ঞ হিসেবেও খ্যাতি আছে তার। এ বিষয়ে একাধিক বই লিখেছেন।
যুক্ত আছেন মানবিক বেশ কিছু কর্মকান্ডের সাথেও। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে দেশজুড়ে কাজ করা উত্তরণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পড়াশোনা শেষ করে প্রকাশনাশিল্পে মন দেন। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে সফলতার শিখরে পৌঁছান। পরবর্তীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।
বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে কামরুল হাসান শায়ককে জন্মদিনের শুভেচ্ছা।