জুনাইদ আহমেদ পলক এর ছোট ছেলে অনির্বাণ এর জন্মদিন আজ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক এর ছোট ছেলে অনির্বাণ এর জন্মদিন আজ।
জুনাইদ আহমেদ পলক এর স্ত্রী আরিফা জেসমিন কনিকা তার ফেসবুক প্রোফাইলে এর অনির্বাণ এর জন্মদিন উপলক্ষে লিখেছেন "অনির্বাণ আমার ছোট ছেলে। সে অত্যন্ত ভদ্র, বুদ্ধিমান, ধৈর্যশীল এবং মানবিক। কখনও কাউকে বিরক্ত করে না। অন্যদের সুবিধা অসুবিধার দিকে সে খুব খেয়াল রাখে। ও আমার জীবনে আল্লাহর এক বিরাট নিয়ামত। আমার সোনা বাচ্চাটার আজ জন্মদিন। আল্লাহ আমার ছেলেটাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন। আমিন।"
বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে অনির্বাণ কে জন্মদিনের শুভেচ্ছা।