South east bank ad

সাংবাদিক হারুন অর রশীদ এর জন্ম‌দিন আজ

 প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন


বাংলা ট্রিবিউন সম্পাদক, জার্মান রে‌ডিও বাংলা‌দেশ প্রতি‌নি‌ধি সাংবাদিক হারুন অর রশীদ এর জন্ম‌দিন আজ। সংবাদ, একুশে টিভি হয়ে এখন বাংলা ট্রিবিউনে কাজ করছেন মঠবা‌ড়িয়ার সন্তান।
জন‌প্রিয় একু‌শের চোখ অনুষ্ঠা‌নের প্রযোজক ছিলেন তিনি। বর্তমানে লাইভ উইথ হারুন শিরোনামে তিনি আলোচিত ঘটনাগুলো ফেসবুক লাইভের মাধ্যমে তুলে ধরছেন।
সাংবাদিক হারুন অর রশীদকে বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।

BBS cable ad

জন্মদিন এর আরও খবর: