বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আব্দুর রউফ চৌধুরী এর জন্মদিন আজ
বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আব্দুর রউফ চৌধুরী র্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান। একই সঙ্গে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের পরিচালক তিনি।
তিনি দেশের পরিবহন, ঔষধ, অবকাঠামো, তথ্য প্রযুক্তি, ব্যাংকিং, গভীর সমুদ্রে মৎস্য আহরনসহ বিভিন্ন সেক্টরে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেগুলো দেশের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।
চার বছর বাংলাদেশ বাস্কেট বল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন শিল্পপতি আব্দুর রউফ চৌধুরী। এছাড়া ২০ বছরেরও বেশি সময় ধরে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য তিনি। ব্যাংক এশিয়ার প্রধান উদ্যোক্তা এ রউফ চৌধুরী। এ. রউফ চৌধুরী সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত।
বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আব্দুর রউফ চৌধুরীকে বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।