South east bank ad

মোহাম্মদ মিজানুর রহমান ( শেলী রহমান) এর জন্মদিন উদযাপন করলো সহকর্মীরা

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

গতকাল ছিলো রহমান শেলীর জন্মদিন আজ। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান (যিনি রহমান শেলী নামে জনপ্রিয়) এর জন্মদিন উদযাপন করলো তার সহকর্মীরা।
মিজানুর রহমান শেলী তার ফেসবুক ওয়ালে লিখেছেন "
জন্মদিন আয়োজন করবেন কলিগরা। কোনভাবেই জানা ছিল না আমার। অফিসে বসে কাজ করছিলাম। হঠাৎই সবাই এসে হাজির রুমে। কেক আর ফুল তাদের হাতে। মামলার বাদী আর বিবাদীদের কথা একটানা শুনি। আমি সময় দেয়ার চেষ্টাও করি। করোনার জন্য অনেক মামলা জমে গেছে। তাই এই সময়ে মামলা কমানো খুব চেষ্টা করা। অফিস টাইম বলে কিছু নেই। আমার তদন্ত অফিসাররা কাজ করেন দিনরাত খেটে।
মামলা তদন্তে সবাইকে শতর্ক করি। চাপে রাখি। নরমাল ভাষা ব্যবহার না করে কঠিন ভাষায় কথা বলি। বলি, সঠিকভাবে তদন্ত করেন। আপনি তদন্ত অফিসার মানে, আপনি এক প্রকার প্রথম বিচার করে ফেলছেন!
সবকিছুর পরও ভালোবাসেন অনেকেই। সময়টাকে স্মরণ করে দেন।
চাকরির বাইরেও আমার আছে পরিবার পরিজন। আছে লেখালেখির জগৎ। ব্যস্ততার জন্য অনেকের আশীর্বাদ ও শুভেচ্ছার রেসওন্স করা হয়নি। তাদের কাছে ক্ষমা চাচ্ছি।
ভালোবাসা ও শ্রদ্ধা থাকল সকলের প্রতি।"

মোহাম্মদ মিজানুর রহমান ( শেলী রহমান) এর জন্ম কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর ভূঁইয়া বাড়িতে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে চাকুরী করছেন পুলিশ বিভাগে। ২৫তম বিসিএসে এএসপি হিসেবে যোগদান করেন।

পেশাগত জীবনের বাস্তবচিত্র কলমে অংকন করেন শব্দের পর শব্দের শৈলীতে। উপন্যাস থেকে শুরু করে ক্রাইম ফিকসন, ডিটেকটিভ, সাইন্স ফিকসন, ভূত, কিশোর মুক্তিযুদ্ধ ও সমসাময়িক বিষয় নিয়ে উপন্যাস লিখেছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২৯টি।

তার প্রকাশিত বইসমূহ হচ্ছে- গোয়েন্দা ও রহস্য: ১. তৃণা এবং একজন সিরিয়াল কিলার, ২. ফু, ৩. হোয়াইট কলার ক্রিমিনাল, ৪. ইজ্জতের রশি সায়েন্স ফিকশন, ৫. আমি এ্যালিয়ন ভূত, ৬. ভূতের নাম তুলতুল শিশুতোষ মুক্তিযুদ্ধ, ৭. ইচ্ছেঘর রোমান্টিক, ৮. অবন্তীর নীল শাড়ী, ৯. তোলা চাদর, ১০. মেঘের আড়ালে কিছু প্রেম, ১১. নীল জোছনায় দক্ষিণা হাওয়া, ১২. দ্বিতীয় অধ্যায়, ১৩. স্বপ্ন ছুঁয়ে ইতিহাস ও ভ্রমণ, ১৪. রক্তাক্ত সুদানে শান্তির সন্ধানে কবিতা, ১৫. কবিতায় কথা মুক্তিযুদ্ধ, ১৬. মুক্তিযুদ্ধে পুলিশের ইতিহাস রম্য, ১৭. শিক্ষানবিস এমবিবিএস শিশুতোষ ও ১৮. পাখিদের কিচিরমিচির।

BBS cable ad

জন্মদিন এর আরও খবর: