South east bank ad

৫১তম জন্মদিন উদযাপন করলেন মাসরুর আরেফিন

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

আজ সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন এর জন্মদিন। কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন তিনি। ফেসবুক টাইমলাইনে লিখেছেন
" আমার ৫১তম জন্মদিন সেলিব্রেশন হলো এইমাত্র সিলেটের বাহুবলের ‘প্যালেস রিসোর্ট’- এ, বন্ধুদেরকে সঙ্গে নিয়ে।
জীবনের উত্থান আছে, পতন আছে, যেমন সৈয়দ ওয়ালীউল্লাহ-র ‘নিরাক পড়া দিন‘ আছে, তেমন কমলকুমার মজুমদারের ‘স্বর্ণগুঁড়োময় ও রৌপ্যধুলোময় চতুশ্পার্শে (এটাই ছিল বানান) পাখি ডাকা দিন‘-ও আছে এখানে। এরই মধ্যে বয়স বাড়ছে, ‘দিন ঘন হয়ে আসছে, রাত ডেকে উঠছে তক্ষকের একা থাকার শোকে‘ (অমিয়ভূষণ মজুমদার), কারণ পৃথিবী ঘুরছে তবু নির্বিকার।
অফিসের বন্ধুদেরকে ধন্যবাদ যারা এতদূর সিলেটে বার্থডে কেক পাঠিয়ে আমাকে বিশাল অবাক করেছে, আর ধন্যবাদ এই আট পরিবারের আমার প্রিয় বন্ধুদেরকে যারা এই মুহূর্তটাকে ‘গোলাপের ফিসফিস‘ দিয়ে (আবারও কমলকুমার) ভরে দিতে আমাকে এখানে নিয়ে এসেছে। ধন্যবাদ আমার ভাল চাওয়া সব পাঠক, বন্ধু ও শুভানুধ্যায়ীকে। ধন্যবাদ তাদেরকেও—আমার লেখার কিছু একটা যাদেরকে ঈর্ষার কাঁটার ওপরে খাড়া করে রাখে। বয়স বাড়ুকই সবার, পৃথিবী পুরোনোই হোক বেশি বেশি, কারণ এখানে নতুন থাকার কিছু ছিল না কোনোদিনই।"

উল্লেখ্য, মাসরুর আরেফিন ২০০৭ সালে রিটেইল ব্যাংকিংয়ের প্রধান হিসেবে সিটি ব্যাংকে যোগদান করেন। তিনি এ ব্যাংকের প্রধান পরিচালন কর্মকর্তা ও প্রধান যোগাযোগ কর্মকর্তা হিসেবেও কাজ করেন। বর্তমানে তিনি ব্যাংকের মালয়েশিয়াস্থ সাবসিডিয়ারি রেমিট্যান্স প্রতিষ্ঠান এবং এর মার্চেন্ট ব্যাংক সাবসিডিয়ারির পরিচালক হিসেবে নিয়োজিত আছেন।

মাসরুর আরেফিন তার ২৪ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড কাতার, আমেরিকান এক্সপ্রেস, সিটি ব্যাংক এন.এ এবং ইস্টার্ন ব্যাংকে ব্র ব্যাংকিং, রিটেইল, এসএমই, কার্ডস, অপারেশনস ও ডিজিটাল ব্যাংকিয়ে উচ্চ পদে কাজ করেছেন। বাংলাদেশে আমেরিকান এক্সপ্রেস কার্ড চালুর ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন মাসরুর। একই ব্যাংকের অস্ট্রেলিয়াস্থ প্রধান কার্যালয়ে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০৭ সালে শুরু হওয়া সিটি ব্যাংকের ‘পুনর্গঠনে’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র মাসরুর আরেফিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন। তিনি ফ্রান্সের ইনসিয়াড বিজনেস স্কুলে উচ্চতর ব্যবস্থাপনায় কোর্স করেছেন। তিনি ব্যাংকিং পেশার পাশাপাশি সাহিত্য জগতেও সমাদৃত। তার অনূদিত ‘ফ্রানৎস কাফকা গল্পসমগ্র’ ২০১৩ সালের ‘ব্র্যাক সমকাল সাহিত্য পুরস্কার’ ও বাংলা একাডেমি কর্তৃক ‘বছরের সেরা প্রকাশনা’ পদক অর্জন করে। ২০১৫ সালে তার অনূদিত ‘হোমারের ইলিয়াড’ ও পাঠকমহলে প্রশংসিত হয়।

মাসরুর আরেফিনকে বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।

BBS cable ad

জন্মদিন এর আরও খবর: