আতিক ডালিম এর জন্মদিন আজ
সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী ও সঙ্গীত পরিচালক আতিক এর জন্মদিন আজ। আতিক ডালিম সেভ দ্যা বাংলাদেশ মিউজিক ইন্ড্রাস্টির সদস্য সচিব ।
অসংখ্য ছবির গানে সঙ্গীত পরিচালনা করেছেন আতিক ডালিম। এর মধ্যে রয়েছে-তুমি আসবে বলে ভালোবাসবে বলে, এক জনমের ভালোবাসা, অচেনা প্রেম, স্টুপিড ইত্যাদি। বর্তমানে গান গাওয়ার পাশাপাশি সঙ্গীত পরিচালনা নিয়েই ব্যাস্ত রয়েছেন আতিক ডালিম।
এর আগে নিজের জন্মদিনে ভক্তদের চমক দিয়ে জঁমকালো আয়োজনের মধ্যদিয়ে মোড়ক উন্মোচন করেছিলেন সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী ও সঙ্গীত পরিচালক আতিক ডালিমের ফিচারে আল-আমিন প্রেজেন্টস (ডিএমএমএল)-এর চতুর্থ মিক্সড এলবাম “অচেনা প্রেম” এর।
কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আতিক ডালিম এই “অচেনা প্রেম” এলবামটিতে কথা সুর ও সংগীতের পাশাপাশি ৪ গানে নিজেই কন্ঠ দিয়েছিলেন। এলবামটিতে আরো কন্ঠ দিয়েছিলেন ন্যান্সি, এস আই টুটুল, পলক, মুন, হেমা, রিমন, ফ্লোরার মত তারকা শিল্পীরা।
সঙ্গীত পরিচালক ও শিল্পী আতিক ডালিমের কথা সুর ও সঙ্গীতে আইটেম গানে প্লেব্যাক করলেন ক্লোজআপ ওয়ান তারকা নিশীতা বড়ুয়া। দিস ইজ এ ডিসকো আই এ্যম ডিসকো শিরোনামে আইটেম গানটি রেকর্ড করা হয়েছিলো মগবাজার একটি স্টুডিওতে।
আতিক ডালিমকে বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।