জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এর জন্মদিন আজ
জাতীয় প্রেসক্লাবের ৬০ বছরের ইতিহাসে প্রথম নারী সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফরিদা ইয়াসমিন এর জন্মদিন আজ। ফরিদা ইয়াসমিন ইতিপূর্বে তিনবার প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সর্বশেষ যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।
লেখাপড়া চলাকালিন তার সাংবাদিকতায় হাতেখড়ি। প্রথমদিকে অধুনালুপ্ত দৈনিক বাংলার বাণী, পরে দৈনিক মুক্তকণ্ঠ ও দৈনিক যুগান্তরে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট।
ফরিদা ইয়াসমিন বিভিন্ন সময় প্রেসক্লাবে দায়িত্বপালনকালে বহু কাজ করেছেন। তিনি শিশু শিক্ষা উপকমিটির দায়িত্বপালনকালে শহীদ সাংবাদিক স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নিয়ে অনুষ্ঠানসহ নানা উদ্যোগের প্রাণকেন্দ্রে থেকে শিশুদের মনে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে ভূমিকা রাখেন।
তার তত্ত্বাবধানে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের অনুষ্ঠান নিয়মিত হয়েছে। সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক হিসেবে তিনি জাতীয় প্রেসক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বনন্দিত শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ও কুমার বিশ্বজিৎকে নিয়ে অনুষ্ঠান করেন। এছাড়া ভাষা সৈনিকদের সম্বর্ধনা, চলচ্চিত্র প্রদর্শনী, কবি ও সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠান ও গুণীজনদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেন। দীর্ঘদিনের অব্যাহত প্রচেষ্টার পর ২০১৪ সালে ১৭১ জনকে সদস্যপদ প্রদানে তিনি জোরালো ভূমিকা রাখেন। ফরিদা ইয়াসমিনের স্বামী নঈম নিজাম দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক।
ফরিদা ইয়াসমিনকে বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।