সাংবাদিক মনজুরুল করিম এর জন্মদিন আজ
সাংবাদিক মনজুরুল করিম এর জন্মদিন আজ। ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশ এর উপস্থাপক হিসেবেই সারাদেশে পরিচিত সাংবাদিক মঞ্জুরুল করিম। এখন কাজ করছেন সাইবার অপরাধ বিষয়ক জনসচেতনতামূলক অনুষ্ঠান 'সাইবার লাইফ' নিয়ে । ঢাকা মেট্রোপলিটান পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার অপরাধ তদন্ত ইউনিটের সহযোগিতায় অনুষ্ঠানটি নির্মাণ করছে এমকে কমিউনিকেশন এন্ড সলিউশন।
বগুড়ায় শৈশব কাটানো মঞ্জুরুল করিম গ্রামের স্কুলে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পাট চুকিয়ে রাজশাহী কলেজিয়েট কলেজে ভর্তি হন। বিজ্ঞান থেকে চলে আসেন ব্যবসা শিক্ষায়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন অর্থনীতিতে। হলে থাকার সময়ই গড়ে ওঠে নিজেকে বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা। স্বপ্ন দেখতে থাকেন অন্য স্বকীয়তার। তার সঙ্গে তুলনা চলবে না অন্যের। তাই নতুন করে তার পথ চলা শুরু। তার বাচনভঙ্গি থেকে শুরু করে মিডিয়াতে কাজের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সাহায্য করেছে শিক্ষাজীবন। হলের এই পোড় খাওয়া জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলছেন এখন নতুন উদ্যমে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়েও ভিন্নতার খোঁজে হাঁটছেন তিনি। নানা চ্যালেঞ্জ সামনে এসেছে তার। মুখোমুখি হয়েছেন আর খুঁজে বের করেছেন নিজের স্বকীয়তা। ২০০৫ সালে মাস্টার্সে অধ্যয়নের সময় নিজের তাগিদেই বাংলা ভিশনে ট্রেইনি হিসেবে যোগ দেন। তারপর ২০০৬ সালে রিপোর্টার হিসেবে যোগ দেন এনটিভিতে। প্রায় পাঁচ বছর এনটিভিতে ক্রাইম রিপোর্টিং করার পাশাপাশি সেখানে 'ক্রাইম ওয়াচ' নামে অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে নিজের অভিজ্ঞতা সমৃদ্ধ করেন। তখন থেকেই তার মাথায় ঘুরঘুর করতে থাকে ভিন্ন কিছু করার। যা হবে তার একান্তই নিজের মতো করে।
তিনি রিপোর্ট করেছেন ডেনমার্কে পরিবেশ বিষয়ক সম্মেলনেরও। যেখানে বিশ্বের নানা দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। ২০১১ সালের মে মাসে যোগ দেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতে তিনি ছিলেন স্টাফ করেসপনডেন্ট। বলতে গেলে তখন থেকেই 'তালাশে'-এর কাজে জড়িয়ে পড়েন। গড়ে তোলেন সাহসী ও কৌশলী প্রতিবেদকদের সমন্বয়ে একটি দল। বিষয় নির্ধারিত হওয়ার পর কাজের ধরন আর দায়িত্ব এই দলের মধ্যে বণ্টন করেন মঞ্জুরুল। কখনও আইন-শৃঙ্খলা বাহিনীকেও বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেন। কাজের টানে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়তে সদা প্রস্তুত মঞ্জুরুল করিম।
সাংবাদিক মনজুরুল করিমকে বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।