South east bank ad

কৌশিক হোসেন তাপস এর জন্মদিন আজ

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ও সংগীত পরিচালক, গান বাংলা চ্যানেল ও ওয়ান মোর জিরো কমিউনিকেশন্স এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস এর জন্মদিন আজ। মনে-প্রাণে সঙ্গীতের মানুষ এই সঙ্গীতজন ‘গানবাংলা টেলিভিশন’ প্রতিষ্ঠা করে বাংলা গানের পৃষ্ঠপোষকতায় নিরলস কাজ করে চলেছেন। গানবাংলা টেলিভিশন-এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী হিসেবে তিনি বাংলাগানকে সুপ্রতিষ্ঠিত করতে ঐকান্তিক ভূমিকা রেখে চলেছেন। শুধু তাই নয়, গানবাংলা টেলিভিশনে ‘উইন্ড অব চেঞ্জ’ শিরোনামে আন্তর্জাতিক মানের সঙ্গীত বিষয়ক অনুষ্ঠান করে দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করেছেন এবং বাংলা সঙ্গীতকে বিশ্বের দরবারে নতুনভাবে উপস্থাপন করে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছেন।

এই সঙ্গীতজন যন্ত্রশিল্পী হিসেবেও তাঁর পারদর্শিতার প্রমাণ দিয়েছেন। একাধারে গীটার, কী-বোর্ড, বাঁশি, পার্কেশনে মুন্সিয়ানা দেখিয়েছেন। গীতিকার, সুরকার হিসেবেও দেখিয়েছেন সাফল্য। দেশের সর্বকনিষ্ঠ সুরকার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

কৌশিক হোসেন তাপস মাত্র ৮ বছর বয়সে শুরু করেছিলেন তাঁর সঙ্গীতের পথচলা। এই বয়সেই স্বকণ্ঠে একটি অডিও অ্যালবাম প্রকাশ করে দারুণ আলোচিত হয়েছিলেন এবং দূর্দান্ত সম্ভাবনার জানান দিয়েছিলেন। পরবর্তীকালে গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তার সুর ও সঙ্গীত পরিচালনায় দেশে সেরা শিল্পীরা গান করেছেন। বিশেষ করে ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানে খ্যাতিমান প্রবীণ শিল্পীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নবীন শিল্পীর অংশগ্রহণ ব্যতিক্রমী আবেদন সৃষ্টি করেছেন।
কৌশিক হোসেন তাপসকে বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।

BBS cable ad

জন্মদিন এর আরও খবর: