ডিএ তায়েবের জন্মদিন আজ
আজ ১৪ নভেম্বর, মিডিয়াঙ্গনের কিংবদন্তি পুরুষ দেশের বরেণ্য চিত্রনায়ক, অভিনেতা, নির্মাতা, প্রযোজক ও শিল্পী ঐক্যজোটের সভাপতি এবং মহাপুলিশ পরিদর্শক ডিএ তায়েবের জন্মদিন।
অনেকেই টিভি সিনেমার রঙিন পর্দায় ডিএ তায়েবে কে একজন ন্যায়-নীতিবান পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখলেও বাস্তব জীবনেও তিনি তার ব্যতিক্রম নন। মিডিয়া অঙ্গনে তিনি যতটা সফল, পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা হিসেবে চাকুরী জীবনেও তিনি রেখে যাচ্ছেন সফলতার স্বাক্ষর, আর তারই ধারাবাহিকতায় ৪র্থ বারের মতো মহাপুলিশ পরিদর্শক পদকে ভূষিত হন ডিএ তায়েব।
অভিনয় জীবনে অসংখ্য নাটক, টেলিফিল্ম ধারাবাহিক ও বাংলা ছবিতে অভিনয় করে নন্দিত হয়েছেন ডি এ তায়েব। অভিনয়ের পাশাপাশি ‘ডিবি’, ‘লেডি গোয়েন্দা’ ধারাবাহিকসহ অসংখ্য জনপ্রিয় নাটক প্রযোজনা ও পরিচালনাতেও কৃতিত্ব দেখিয়েছেন এই দেশ বরেণ্য শিল্পী। ‘সোনাবন্ধু’ ও ‘অন্ধকার জগত’ মুক্তির মধ্য দিয়ে বড় বড়পর্দায়ও শুরু করেছেন সফলতার পদযাত্রা।
কখনো অভিনেতা আবার কখনো জনগণের বন্ধু পুলিশের ভূমিকায় বাস্তব জীবনে কেমন এই মানুষটি এ নিয়ে তার ভক্তদের মনে জানার কৌতূহল জাগতেই পারে! ডিএ তায়েব সংস্কৃতি অঙ্গনে একজন সরল এবং সদয় মানুষ হিসেবে সুপরিচিত। তিনি সংস্কৃতি অঙ্গনের মানুষের জন্য গড়ে তুলেছেন শিল্পী ঐক্যজোট নামের একটি সংগঠন। এর মাধ্যমে দুস্থ ও অসহায় শিল্পীদের পাশাপাশি সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন তিনি।
ডিএ তায়েবের জন্মদিন উপলক্ষে বিডিফিনান্সিয়ালনিউজ এর পক্ষ থেকে জন্মদিন এর শুভেচ্ছা।