কামরুল আহসান সরকার রাসেল এর জন্মদিন আজ
গাজীপুর মহানগর যুবলীগের সফল আহ্বায়ক বিপ্লবী জননেতা কামরুল আহসান সরকার রাসেল এর জন্মদিন আজ। গাজীপুরের রাজনৈতিক অঙ্গনের একটি প্রিয় নাম কামরুল আহসান সরকার রাসেল। ছাত্র জীবন থেকেই যিনি আপাময় মানুষের নেতা হিসেবে বিবেচিত হয়ে আসছেন। বর্তমানে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক রাসেল তার মেধা ও দক্ষতার কারনে হয়ে উঠছেন স্বনামধন্য। ইতি মধ্যে তার পরিচিতি গাজীপুর ছাড়িয়ে সমগ্র দেশে ছড়িয়ে পড়েতে শুরু করেছে। সরেজমিনে গাজীপুরে দেখা গেছে, সর্বস্তরের জনগণ বিশেষ করে যুবকদের নয়নের মনি রাসেল ভাই। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে কামরুল আহসান রাসেল সরকার এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।
করোনা সনাক্ত হওয়ার পর থেকেই তিনি গরিব-দুঃখী মানুষের পাশে দাড়িয়েছেন। যাদের প্রয়োজন তাদের সবার ঘরের দরজার সামনে ত্রানসামগ্রী রেখে আসেন তিনি। আবার অনেকেই তার বাসভবনে এসে নিয়ম মেনে নিজ হাতেই নিয়েছে ওইসব ত্রানসামগ্রী।
বিডিফিনান্সিয়াল নিউজ২৪.কম পরিবারের পক্ষ থেকে কামরুল আহসান সরকার রাসেলকে জন্মদিনে র শুভেচ্ছা।