কুড়িগ্রামের এসপি মহিবুল ইসলাম খান এর জন্মদিন আজ
কুড়িগ্রামের এসপি মহিবুল ইসলাম খান এর জন্মদিন আজ। গত বছর ২৩ জুন কুড়িগ্রামের এসপি হিসেবে দায়িত্ব নেন মহিবুল ইসলাম খান। সেবা সততা নিষ্ঠা আর আন্তরিকতা দিয়ে যিনি ইতোমধ্যে কুড়িগ্রামবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছেন। বলা চলে এই এক বছরে তিনি পুলিশ সম্পর্কে কুড়িগ্রাবাসীর ধারণাই পাল্টে দিয়েছেন। নিরলস পরিশ্রমী মেধাবি এই কর্মকর্তার কারণে কুড়িগ্রামের সাধারণ মানুষ আজ পুলিশকে তাদের রক্ষক ও সেবক ভাবতে শুরু করেছে।
মহিবুল ইসলাম খানকে বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।