ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ এর জন্মদিন আজ
প্রফেসর আব্দুল্লাহ আন্তর্জাতিক বাণিজ্যের একজন খ্যাতিমান গবেষক ও শিক্ষক। দেশ-বিদেশে বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক স্বীকৃত গবেষণা জার্নালে ২৫টিরও অধিক প্রকাশনা রয়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যের ৪টি গ্রন্থের প্রণেতা তিনি।
ড. ইউসুফ আব্দুল্লাহ ঝিনাইদহ ক্যাডেট কলেজ, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, হেলসিংকি স্কুল অব ইকোনমিক্স আ্যান্ড বিজনেস এডমিনিসট্রেশন-ফিনল্যান্ড, ইউনিভার্সিটি অব টেক্সাস অস্টিন, আমেরিকা থেকে উচ্চশিক্ষা লাভ করেন। তিনি ইউনিভার্সিটি অব মালয়েশিয়া পারলিস থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপ লাভ করেন।
বাংলাদেশে উচ্চশিক্ষা বিস্তারে তিনি অগ্রণী ভূমিকা পালন করে ইতোমধ্যেই যথেষ্ট খ্যাতি ও সুনাম অর্জন করেছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিকমানের মেডিকেল কলেজ ও হাসপাতাল, কলেজ এবং স্কুলসহ অনেকগুলো প্রতিষ্ঠানের তিনি প্রতিষ্ঠাতা এবং কর্ণধার।
নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশকে ডিজিটালাইজড করার রূপকার হলেন এর চেয়ারম্যান প্রফেসর আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। আপাদমস্তক একজন শিক্ষক এবং নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও দক্ষ শিক্ষাপ্রশাসক প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ এরই মধ্যে শিক্ষার বিস্তৃত অঙ্গনে সুপরিচিত হয়ে উঠেছেন। একজন ডায়নামিক শিক্ষাদ্যোক্তা হিসেবে প্রফেসর আব্দুল্লাহ লাভ করেছেন দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি।
বিডি ফিনান্সিয়াল নিউজ২৪.কম এর পক্ষ থেকে প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহকে জন্মদিনের শুভেচ্ছা।