South east bank ad

উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তী এর জন্মদিন আজ

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

মুজিববর্ষে বাংলাদেশ পুলিশের শ্লোগান হচ্ছে ‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার।’ করোনাভাইরাসের কারনে সৃষ্ট বৈশ্বিক সংকটের আঁচ থেকে বাঁচতে পারেনি বাংলাদেশও। বিগত দিনের সকল বিতর্ক ছাপিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছে সারাদেশে।

যার যার জায়গায় থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। তবে ব্যতিক্রমী উদ্যোগ আর আন্তরিকতার অনন্য নিদর্শন দেখিয়ে অনেকের কাছে অণুকরণীয় হয়ে ওঠেছেন গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী।

ত্রাণ বিতরণ থেকে সচেতনতা তৈরি সবক্ষেত্রে দিন রাত পরিশ্রম করে চলেছেন মেধাবী এই পুলিশ কর্মকর্তা।

মেধাবী সুদীপ কুমার চক্রবর্ত্তী একজন কবিও। তাঁর লেখালেখির হাত সবার প্রশংসা কুড়িয়েছে। একুশে বইমেলা ২০২০ এ প্রকাশিত হয় তাঁর তৃতীয় কাব্যগ্রন্থ ‘নিমগ্ন নির্জন’। কবিতার বইটির মোড়ক উন্মোচন করেন ডিএমপি কমিশনার। বইটি প্রথম দিনেই প্রথম মুদ্রণ শেষ হয়ে যায়। এরপরও গোটা মেলার অন্যতম আলোচিত বই ছিল এটি।

সুদীপ চক্রবর্ত্তীর জন্ম ১৯৭৫ সালের ১ ডিসেম্বর ময়মনসিংহ শহরে। শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা ও মানবাধিকার সমুন্নত রাখায় তিনি একজন অগ্রসৈনিক। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অভিজ্ঞতায় জীবনের স্বরূপ নতুন করে অন্বেষণ করতে শিখেছেন। পারিবারিক আবহের মাঝে ঋদ্ধ সাহিত্যবোধকে লিপিবদ্ধ করার প্রয়স চালিয়ে যাচ্ছেন নিজের লেখালেখিতে।

সুদীপ কুমার চক্রবর্ত্তী এবং তাঁর সহধর্মীনী সুনন্দা রায় তাঁরা দুজনেই চব্বিশতম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। আপাদমস্তক দেশপ্রেমিক এই পুলিশ কর্মকর্তার পেশাজীবন ও ব্যক্তিজীবন অনেক তরুণের জন্যই হতে পারে অনুকরণীয় আদর্শ।

বিডি ফিনান্সিয়াল নিউজ২৪.কম এর পক্ষ থেকে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তীকে জন্মদিনের শুভেচ্ছা।

BBS cable ad

জন্মদিন এর আরও খবর: