জি এম কামরুল হাসান এর জন্মদিন আজ
আজ আবদুল মোনেম লিমিটেডের ইগলু আইসক্রিম, ডেইরি ও ফুডের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জি এম কামরুল হাসান এর জন্মদিন।
জুলাই ২ শে ১৯৯৫, নেসলে বাংলাদেশ লিমিটেডে মেডিকেল প্রতিনিধি পদ দিয়ে পেশাজীবন শুরু করা জি এম কামরুল হাসান এখন আবদুল মোনেম লিমিটেডের ইগলু আইসক্রিম, ডেইরি ও ফুডের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। বিশ্বের বুকে সেরার তালিকায় জায়গা করে নেয়ার গৌরব অর্জন করেছেন দেশের অন্যতম শীর্ষ আইসক্রিম ব্র্যান্ড ইগলুর গ্রুপ প্রধান নির্বাহী (সিইও) জিএম কামরুল হাসান। পেয়েছেন ‘ওয়ার্ল্ড’স গ্রেটেস্ট সিইও ২০১৮-১৯’ পুরস্কার।
সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০১৭-এ বেস্ট সি.ই.ও -এফ এম সি জি (ফুড অ্যান্ড বেভারেজ ক্যাটাগরি) পুরস্কারও উঠেছে তার হাতে। ব্যবসায়িক সংগঠন ওয়াল্ড এইচ আর ডি কনগ্রেস এবং এশিয়ান কনফেডারেশন্স তাকে এ পুরস্কারে ভুষিত করে।
পেশাজীবনের সর্বোচ্চ পর্যায়ে এসেও দিনভর কাজ করাই কামরুল হাসানের কাজ। তিনি মনে করেন, সফলতার জন্য কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর দরকার সততা।
সালেহা আক্তার ও আবদুল হামিদ দম্পতির আট সন্তানের মধ্যে কামরুল হাসান সবার ছোট। জি এম কামরুল হাসান প্রাণরসায়ন বা বায়োকেমিস্ট্রি বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোন করেছেন। কামরুল হাসানের দুই সন্তান। তাঁর স্ত্রী একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
জি এম কামরুল হাসান বাংলাদেশ কর্পোরেট ফোরাম এর প্রেসিডেন্ট । এই কর্পোরেট ফোরামে ব্যাংকার, মিডিয়া, জার্নালিস্ট, ফার্মাসিউটিক্যালস এবং সমাজের বিভিন্ন সোসাইটির কৃতিমানরা যুক্ত আছেন।
বিডিফিনান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে জিএম কামরুল হাসানকে জন্মদিন এর শুভেচ্ছা।