দিলীপ কুমার আগরওয়ালা এর জন্মদিন আজ
দিলীপ কুমার আগরওয়ালা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক এবং ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।
১৯৬৮ সালে চুয়াডাঙ্গার এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন দিলীপ কুমার আগারওয়ালা। তার বাবা অমিয় কুমার আগরওয়ালাও ছিলেন একজন সফল ব্যবসায়ী। তৎকালীন জার্মানির কোলন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে বাবার ব্যবসার হাল ধরেন অমিয় কুমার।
অমিয় কুমার আগরওয়ালার তিন সন্তান দিলীপ কুমার আগরওয়ালা, পিন্টু কুমার আগরওয়ালা ও রাজেশ কুমার আগরওয়ালা। পিন্টু কুমার আগরওয়ালা ব্যবসায়ী। তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি লাভের পরে নিজস্ব ব্যবসায় মনোনিবেশ করেন। রাজেশ কুমার আগরওয়ালা একজন কিডনি বিশেষজ্ঞ। তিনি আমেরিকার মিয়ামিতে প্রাইভেট হাসপাতালের প্রতিষ্ঠাতা।
তিন পুরুষের শিক্ষা ও ব্যবসায়িক ঐতিহ্যপূর্ণ পারিবারিক ছোঁয়ায় শৈশব থেকেই ব্যবসায় আগ্রহী হয়ে উঠেন দিলীপ কুমার আগারওয়ালা। তিনি চুয়াডাঙ্গায় প্রথম ঠিকাদারি ব্যবসা শুরু করেন। পাশাপাশি পান্না মুভিজের ব্যানারে বেশ কিছু ব্যবসা সফল ছবি নির্মাণ করেন। তিনি কুষ্টিয়ার হরিনারায়ণপুরে পান্না সিনেমা হল ও ভেড়ামারায় প্রতিষ্ঠা করেন সজনী সিনেমা হল।
একই সময় শুরু করেন এগ্রো বিজনেস ও পরিবহন ব্যবসা। ২০০৫ সালে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড নামের রিটেইল শো রুম প্রতিষ্ঠা করেন দিলিপ কুমার আগরওয়ালা। দেশের অভিজাত ক্রেতাদের কথা মাথায় রেখে ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে প্রথম ডায়মন্ড আমদানি শুরু করেন তিনি। তাই দিলিপ কুমার আগরওয়ালাকে প্রথম ডায়মন্ড আমদানিকারক বলা হয়।
দিলিপ কুমার আগরওয়ালা কুষ্টিয়ার সদর উপজেলার হরিণারায়ণপুরে দাদার নামে গড়ে তোলেন দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজ। তিনি চুয়াডাঙ্গা জেলার ব্যবসায়িক সংগঠনসহ বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনগুলোতেও সক্রিয়।
চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমি, সাহিত্য পরিষদ, রুবি কল্যাণ সমিতি, দৈনিক মাথাভাঙ্গা, সময়ের সমীকরণের উপদেষ্টা ও আজীবন সদস্য পদ লাভ করেন দিলিপ কুমার আগরওয়ালা। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সার্ক সিসিআই), বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও বাংলাদেশ এপেক্স ক্লাবেরও আজীবন সদস্য পদ লাভ করেছেন তিনি।
এছাড়াও দিলিপ কুমার আগরওয়ালা এফবিসিসিআই, বাংলাদেশ প্রযোজক সমিতি, বাংলাদেশ লায়ন্স ক্লাব, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ জুয়েলারি সমিতির সদস্য পদ লাভ করেন। তিনি বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা ইউনিট ও চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের আজীবন সম্মাননা লাভ করেন।
তার লেখা রচিত সম্ভাবনার বাংলাদেশ ও ডিজিটাল বাংলাদেশ শিরোনামের দুটি বই অমর একুশে গ্রন্থমেলা-২০১৮তে প্রকাশিত হয়েছে। গ্রন্থ দুটি বিভিন্ন সময়ে পত্রপত্রিকায় প্রকাশিত দিলীপ কুমার আগরওয়ালার লেখা কলাম ও প্রবন্ধের সংকলন।
পুরস্কার:
বেস্ট জুয়েলারি কোম্পানি অব দ্য ইয়ার ২০০৮-২০০৯
২০তম বাটেক্সপো ২০০৯
রবিনটেক্স গ্রুপ বিজনেস অ্যাওয়ার্ড ২০০৯-২০১০
দ্য ফাইনান্সিয়াল মিরর- ১৩তম বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড ২০০৯-২০১০
ওশান গ্রুপ বিজনেস অ্যাওয়ার্ড ২০১০
চট্টগ্রাম ক্লাব বেস্ট জুয়েলারি অ্যাওয়ার্ড ২০১০-২০১১
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড
বিডিফিনান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে দিলীপ কুমার আগরওয়ালাকে জন্মদিনের শুভেচ্ছা।