South east bank ad

সৈয়দ আতিক এর জন্মদিন আজ

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   জন্মদিন

আজ ২৫ ডিসেম্বর সৈয়দ আতিকের জন্মদিন। শুভ জন্মদিন সৈয়দ আতিক। এই দিনে নীলফামারী জেলার সৈয়দ বাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ছোট বেলা থেকেই সাহিত্য ও লেখালেখির উপর তার প্রচণ্ড দুর্বলতা। ছড়া, গল্প, লেখালেখির মাধ্যমে সাংবাদিকতাকে বেছে নেন তিনি। বর্তমানে অপরাধ সাংবাদিকতায় দেশের গুরুত্বপূর্ণ কয়েকজন সাংবাদিকের মধ্যে অন্যতম সৈয়দ আতিক। তাকে দেশ সেরা ক্রাইম রিপোর্টার বলা হয়। চলমান জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন এবং বিভিন্ন ইস্যুতে তার লেখনীর মাধ্যমে আগাম তথ্য জানা সম্ভব হয়। ফলে ব্রেকিং সাংবাদিকতার ক্ষেত্রেও তিনি এগিয়ে আছেন। চলতি মাসে দৈনিক মানব কণ্ঠে বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার আগে সৈয়দ আতিক ‘দৈনিক যুগান্তর’ এর সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তার আগে তিনি ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকাতেও কর্মরত ছিলেন। তিনি ২০০০ সালে সাংবাদিকতা শুরু করেন। ছাত্রজীবনেই সাংবাদিকতায় হাতেখড়ি সৈয়দ আতিকের। তখন থেকেই বিভিন্ন পত্রিকায় সম্পৃক্ত ছিলেন। সরকারী-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীর সুযোগ আসলেও মহান সাংবাদিকতাকেই পেশা হিসেবে গ্রহণ করেন সৈয়দ আতিক। অবসর কিভাবে কাটে প্রশ্নের জবাবে তিনি বলেন, বই পড়ে আর গান শুনে অবসর কাটাতেই বেশি পছন্দ করি । ব্যস্ত পেশা জীবনেও পরিবারের সাথে সময় কাটাতে পছন্দ করেন তিনি। জন্মদিন নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই। তবে কাজের মধ্য দিয়েই জন্মদিন কাটবে বলে জানালেন এই অপরাধ বিষয়ক সাংবাদিকতার পরিচিত মুখ সৈয়দ আতিক। অপরাধ বিষয়ক এ প্রতিবেদকের প্রিয় অনুসন্ধানী সাংবাদিকতা। সংবাদের পেছনে ছুটে বেড়ানো এ মানুষটি আজীবন তথ্য সেবার কাজ করে যাবেন- এমনটাই জানালেন।

বিডিফিনান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে সৈয়দ আতিককে জন্মদিনের শুভেচ্ছা।

BBS cable ad

জন্মদিন এর আরও খবর: