অতিরিক্ত পুলিশ কমিশনার মোশতাক আহমেদ এর জন্মদিন আজ
আজ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (ক্রাইম এন্ড অপারেশন) এর অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোশতাক আহমেদ এর জন্মদিন।
জনাব মোশতাক আহমেদ ১৯৭৫ সালের ৩০ ডিসেম্বর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সড়ইবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন । তার প্রাথমিক শিক্ষা শুরু হয় নিজ গ্রামের প্রাথমিক সরকারী বিদ্যালয়ে। তিনি ১৯৯০ সালে খুলনা জিলা স্কুল হতে মাধ্যমিক পাস করেন। ১৯৯২ সালে তিনি খুলনা বি এল কলেজ থেকে যশোর শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ১৩তম স্থান অধিকার করে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে এম ফার্ম ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ এবং ইংল্যান্ডের লেস্টার ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলোজিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচে চাকরিতে যোগদান করেন। তিনি প্রায় একযুগ ধরে লেখালেখি করছেন। এ পর্যন্ত তার একাধিক বই প্রকাশিত হয়েছে।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে- সায়েন্স ফিকশন, ভৌতিক, গোয়েন্দা এবং অ্যাডভেঞ্চার, প্যারাসাইকোলজি, ভ্রমণ উপন্যাস, উপন্যাস, স্মৃতিকথা, মুক্তিযুদ্ধ।
তিনি ২০১৩ সালে কালিকলম সাহিত্য পুরস্কার, ২০১৪ সালে ছোটদের মেলা সাহিত্য পুরস্কার, কৃষ্ণকলি সাহিত্য পুরস্কার ২০১৪ ও সিটি আনন্দ আলো পুরস্কার ২০১৫, অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার:২০১৭ এবং বিজ্ঞান কল্পকাহিনী বিষয়ে অবদানের জন্য "বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার - ২০১৭":২০১৮ অর্জন করেছেন। বহুমুখী প্রতিভা সম্পন্ন এ লেখক তাঁর লেখনির মাধ্যমে পাঠক মহলে বেশ সমাদৃত ও প্রশংসিত।
বহু মাত্রিক এই লেখক, বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির সম্মানিত সভাপতি এবং বাংলাদেশের প্রথম বুক ব্যাংক এর প্রতিষ্ঠাতা।
বিডিফিনান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোশতাক আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা।