নজরুল ইসলাম মজুমদারের জন্মদিন আজ

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এবং এক্সিম ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার এর জন্মদিন আজ।
টানা পঞ্চমবার বিএবির চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন মো. নজরুল ইসলাম মজুমদার।
মো. নজরুল ইসলাম মজুমদার এর মালিকানাধীন নাসা গ্রুপের বাৎসরিক টার্নওভার ৩৫ কোটি ডলার। নাসা গ্রুপের মূল বিনিয়োগ দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতে। এ গ্রুপের কারখানাগুলোতে প্রায় ৩০ হাজার শ্রমিক কর্মরত। বস্ত্র ও তৈরি পোশাক, ব্যাংক, শেয়ারবাজার ছাড়াও মো. নজরুল ইসলাম মজুমদারের বিনিয়োগ রয়েছে আবাসন, শিক্ষা ও পর্যটন খাতে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করেছেন।
নজরুল ইসলাম মজুমদারকে বিডিফিনান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।