শেখ নাজমুল হক সৈকত এর জন্মদিন আজ
বিশিষ্ট সাংবাদিক শেখ নাজমুল হক সৈকত এর জন্মদিন আজ। ১৯৭৩ সালের ৫ জানুয়ারী গোপালগঞ্জের মাঝিগাতী হাইস্কুল ইউনিয়নের কোনাগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে শেখ বংশে জন্মগ্রগণ করেন শেখ নাজমুল হক সৈকত। বাবা শেখ সামসুল হক-এর সরকারি চাকরির কল্যাণে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান লেখা-করেছেন তিনি।
১৯৯০ সাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যায়নের সময় সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা ১৮ বছর এটিএন বাংলা সংবাদের শুরু থেকে সাংবাদিকতা করেছেন। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিউজ কাভারেজসহ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাংবাদিক শেখ নাজমুল হক সৈকত।
এ ছাড়া নিমকো, আন্তর্জাতিক সংবাদ সংস্থা-এপিটিএনসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে দেশে-বিদেশে সাংবাদিকতার উপর প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।
শেখ নাজমুল হক সৈকত জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সদস্য। এদিকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক নির্বাচিত সদস্য এবং পেশাজীবী সমন্বয় পরিষদের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন (২০১১-২০১৩)।
শেখ নাজমুল হক সৈকত - নেপাল, থাইল্যান্ড, চীন, কুয়েত, সৌদি-আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউজ কাভারেজের জন্য একাধিকবার সফর করেন।
অন্যদিকে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ'র সহকারী একান্ত সচিব পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি।
শেখ নাজমুল হক সৈকতকে বিডিফিনান্সিয়ালনিউজ২৪.কম এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।