৭৩০ কোটি ডলারে স্থূলতা প্রতিরোধী ওষুধ প্রস্তুতকারী কোম্পানি কিনছে ফাইজার

থূলতা প্রতিরোধী ওষুধ প্রস্তুতে অগ্রগামী কোম্পানি মেটসেরা অধিগ্রহণ করতে যাচ্ছে ফাইজার। এ চুক্তির মূল্য ৭৩০ কোটি ডলার, এতে ভবিষ্যতের নির্দিষ্ট ফিও অন্তর্ভুক্ত থাকবে। মেটসেরা অধিগ্রহণের মাধ্যমে লাভজনক স্থূলতা প্রতিরোধী চিকিৎসায় বাজারে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করতে চাইছে প্রতিষ্ঠানটি। এ ধরনের চিকিৎসার বৈশ্বিক বাজার আগামী দশকের শুরুতে ১৫ হাজার কোটি ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বী এ বাজারে শীর্ষস্থান দখলে লড়াই করছে নোভো নরডিস্ক ও ইলি লিলির মতো কোম্পানিগুলো।