South east bank ad

মশার উৎস খুঁজতে শনিবার থেকে ড্রোন অভিযান: মেয়র আতিক

 প্রকাশ: ৩০ জুন ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

মশার উৎস খুঁজতে শনিবার থেকে ড্রোন অভিযান: মেয়র আতিক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, মশার উৎস খুঁজতে আগামী শনিবার (২ জুলাই) থেকে ১০ দিনব্যাপী ড্রোন দিয়ে অভিযান পরিচালনা করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে ড্রোনের সাহায্যে মশার উৎস শনাক্তকরণ কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

মেয়র আতিক বলেন, আগামী ২ থেকে ১১ জুলাই ঢাকা উত্তরের আওতাধীন প্রতিটি বাসা-বাড়িতে অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে মশার উৎস খুঁজতে চিরুনি অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরো বলেন, ড্রোন থেকে ছবি তুলে তথ্য-উপাত্ত নিয়ে যেসব বাড়িতে মশার লার্ভা পাওয়া যায় তার একটি তথ্যভাণ্ডার তৈরি করবে সিটি কর্পোরেশন। যা তারা আগামী বছর কাজে লাগাবে।

অনুষ্ঠানে তিনি স্বাস্থ্য অধিদফতর, রাজধানীর হাসপাতাল ও রোগীদের ডেঙ্গুর বিষয়ে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান।

মেয়র আতিকুল বলেন, বিশেষ করে আমি ডেঙ্গু আক্রান্তদের অনুরোধ করবো আপনাদের সঠিক ঠিকানা দিন। আমরা আপনাদের জরিমানা করবো না। আমরা শুধু ঐ বাসায় গিয়ে আশেপাশে মশার কীটনাশক ছিটিয়ে দেব। কিন্তু আপনি যদি ভুল তথ্য দেন তাহলে তো আমরা সঠিকভাবে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চালাতে পারবো না।

মেয়র জানান, তারা নোভালিউরন নামে ট্যাবলেট জলাশয় ও বাসাবাড়ির পানির মিটারে ব্যবহার করবেন- যা তিনমাস পর্যন্ত পানিতে মশার জন্মনিয়ন্ত্রণ করবে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমানসহ আরো অনেকে।

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: