চিরুনি অভিযানের পঞ্চম দিনে আজ ৭২টি স্থাপনায় এডিসের লার্ভা, লক্ষাধিক টাকা জরিমানা
এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে বৃহস্পতিবার (১৩ আগষ্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চলতি মাসের চিরুনি অভিযানের পঞ্চম দিনে ১২ হাজার ৯৯৬টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৭২টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৯৩৪টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে ১৪টি মামলায় মোট ১ লক্ষ ১৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
৮ আগস্ট থেকে দশ দিনব্যাপী শুরু হওয়া চিরুনি অভিযানে আজ পর্যন্ত মোট ৬৫ হাজার ৮৬৬টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৩৫৬টিতে এডিসের লার্ভা পাওয়া যায়। এ পর্যন্ত মোট ৪ লক্ষ ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।