শিরোনাম

South east bank ad

চিরুনি অভিযানের পঞ্চম দিনে আজ ৭২টি স্থাপনায় এডিসের লার্ভা, লক্ষাধিক টাকা জরিমানা

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে বৃহস্পতিবার (১৩ আগষ্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চলতি মাসের চিরুনি অভিযানের পঞ্চম দিনে ১২ হাজার ৯৯৬টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৭২টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৯৩৪টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে ১৪টি মামলায় মোট ১ লক্ষ ১৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। 117335352_3313557181998809_1125229334715423868_o 117702085_3313557468665447_4967137135645124087_o 117705704_3313557095332151_5912094088856524543_o ৮ আগস্ট থেকে দশ দিনব্যাপী শুরু হওয়া চিরুনি অভিযানে আজ পর্যন্ত মোট ৬৫ হাজার ৮৬৬টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৩৫৬টিতে এডিসের লার্ভা পাওয়া যায়। এ পর্যন্ত মোট ৪ লক্ষ ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: