শিরোনাম

South east bank ad

“নগর সেবা ক্যারাভান” চসিক প্রশাসক সুজনের বাইক চমক

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

নগরের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার লক্ষ্যে “নগর সেবা ক্যারাভান” নামের একটি কর্মসূচি নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। আর এতে থাকবে না তার গাড়ি বহর। চমক দেখাতে নিজেই বাইক রাইড করে ঘুরবেন নগরের একপ্রান্ত থেকে অপর প্রান্তে। সোমবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নগরের বহদ্দারহাট মোড় থেকে আনুষ্ঠানিক এ কর্মসূচির যাত্রা শুরু হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের নেতৃত্বে সেবা প্রদানকারী বিভিন্ন বিভাগের সমন্বয়ে নগরবাসীকে দ্রুততার সাথে সেবা প্রদানের লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্চমসূচির  মধ্যে চসিকের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়ে আরাকান সড়ক হয়ে যাত্রা করেন রাস্তার মাথার দিকে। চলতি পথে ক্ষতিগ্রস্ত সড়ক, নষ্ট সড়কবাতি, পরিচ্ছন্ন কার্যক্রমসহ যে সব সমস্যার কারণে নাগরিক দুর্ভোগ সৃষ্টি হয় তা তাৎক্ষণিক সমাধান করা হয়। বিতরণ করা হয় মাস্কও। এসময় স্থানীয় ও পথচারীদের কাছ থেকে সরাসরি তাদের অভাব অভিযোগ শুনেন চসিক প্রশাসক। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, নগরবাসীর সমস্যা সমাধানের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় ভাঙা সড়ক মেরামত, সড়কবাতি নষ্ট হলে সেটা মেরামত, পরিচ্ছন্নতা অভিযান, যার মাস্ক থাকবে না তাকে মাস্ক পরানোসহ সব ধরনের সেবা দেওয়া হবে। পাশাপাশি অভিযোগ শুনে তার ব্যবস্থাও নেওয়া হবে তাৎক্ষণিক। চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, প্রশাসক এর নগরসেবায় ক্যারাভান কর্মসূচি বাস্তবায়নে আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। পরিচ্ছন্ন বিভাগের ২৫ সদস্যের একটি টিম কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে। বর্জ্যঅপসারণ কাজে ব্যবহৃত দুটি গাড়িও থাকবে।
BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: