শিরোনাম

South east bank ad

ডিএসসিসি'র চিরুনি অভিযান; ১২তম দিনে ৪ মামলা দায়ের, ৪৫ হাজার টাকা জরিমানা আদায়

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ১২তম দিনের চিরুনি অভিযানে মোট ৪৬টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৪টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় ৪টি মামলা দায়ের ও ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ডিএসসিসি'র ২টি ভ্রাম্যমাণ আদালত আজ অঞ্চল-১ এ ২১ নং ওয়ার্ডের হাতিরপুল ও পরিবাগ এলাকা এবং অঞ্চল-২ এ ১১ নং ওয়ার্ডের শাহজাহানপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ও অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 118556046_3272639089523802_2036175427898814656_n 118734100_3272639029523808_59546635300049191_o অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ৩২টি স্থাপনা পরিদর্শন করেন। এ সময় ৩টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল ৩টি মামলা দায়ের ও ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ১৪টি স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায়। এ সময় আদালত ১টি মামলা দায়ের ও ২০ হাজার টাকা জরিমানা করেন অঞ্চল-২ এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতগুলোর নিকট এডিস মশার বংশ বিস্তার উপযোগী কোন স্থাপনা পরিলক্ষিত হয়নি।
BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: