শিরোনাম

South east bank ad

ডিএসসিসি'র অভিযান, ১৩ মামলা, স্বাস্থ্যবিধি না মানায় ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টকে জরিমানা

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সিটি করপোরেশন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডিএসসিসি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতগুলোর ধারাবাহিক নিয়মিত অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ক্যাবল অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণের পাশাপাশি আজ ট্রেড লাইসেন্সবিহীন বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বাস্থ্যবিধি অমান্য করে ব্যবসা পরিচালনা করায় ১টি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন।
নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় ৩০তম দিনে কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বুধবার (২৩ সেপ্টেম্বর) ধানমন্ডি ২ নম্বর ও ৩ নম্বর রোডে অবৈধ ক্যাবল সংযোগ অপসারণ করেন। পাশাপাশি ইরফান উদ্দিন আহমদের নেতৃত্বাধীন আদালত বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ট্রেড লাইসেন্স না থাকা এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করায় মোট আটটি দোকানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর ৩ ধারায় ৪৩,০০০ (তেতাল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও আদালত ৪ নম্বর রোড সংলগ্ন আড্ডা রেস্টুরেন্ট পরিদর্শন করে রেস্টুরেন্টটির রান্নাঘর অপরিষ্কার এবং মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরিধান না করেই স্টাফদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে দেখেন। এসব অপরাধে আদালত এ সময় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা ও দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড দেন।
এছাড়াও কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান বুধবার মৎস্য ভবন থেকে শুরু করে সেগুনবাগিচার ১০ নম্বর কর অফিস পর্যন্ত অবৈধ ক্যাবল অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আদালত ১১টি ইলেকট্রিক পোল হতে অবৈধ ক্যাবল অপসারণ করেন।
এদিকে ২৭তম দিনে কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ ফয়সাল এর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অঞ্চল ১ এর ২০ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় মশার প্রজননস্থল চিহ্নিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ২৭ টি স্থাপনা পরিদর্শন করে ১টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ১টি মামলা দায়ের ও নগদ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
একইসাথে ডিএসসিসি'র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে অঞ্চল-৪ এর ধোলাইখাল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ৪০টি স্থাপনা পরিদর্শন করেন এবং ১টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ১টি মামলা দায়ের ও নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
সব মিলিয়ে কর্পোরেশনের ৪টি ভ্রাম্যমাণ আদালত বুধবার ১ লক্ষ ৩ হাজার টাকা জরিমানা আদায় ও ১৩ টি মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতগুলো যথারীতি অভিযান পরিচালনা করবে।

BBS cable ad

সিটি করপোরেশন এর আরও খবর: